কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার কথা বলেছেন সদ্য কর্ণাটকের দুই শীর্ষ নেতা সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমারের সঙ্গে। এদিনই কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার কথা। সূত্র অনুসারে, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর পদ পেতে চলেছেন সিদ্দারামাইয়া।
বুধবার সকাল থেকেই সিদ্দারামাইয়ার সমর্থক ও অনুগামীরা কর্ণাটকে তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে তাঁর নামে জয়ধ্বনি দিতে শুরু করেন। চলে মিষ্টি বিতরণ। এদিন রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পরেই কর্ণাটকের একাধিক কংগ্রেস নেতা দাবি করেছেন, সিদ্দারামাইয়ার নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হয়েছে। যদিও এই বিষয়ে কংগ্রেস হাইকম্যান্ডের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
যদিও বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে, সিদ্দারামাইয়ার পক্ষে অধিকাংশ বিধায়কের সমর্থন থাকায় তাঁর নামই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এখন চলছে ডি কে শিবকুমারকে বোঝানোর পালা।
গত সোমবার থেকে দিল্লিতে আছেন সিদ্দারামাইয়া। সেখানে তিনি একাধিক শীর্ষ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন।
অন্যদিকে নিজের ঘনিষ্ঠ মহলে ডি কে শিবকুমার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীত্ব না পেলেও তিনি বিদ্রোহী হবেন না। তিনি জানিয়েছেন, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। কোনোরকমের ব্ল্যাকমেল বা পিছন থেকে ছুরি মারাতে তিনি আদৌ উৎসাহী নন। কংগ্রেস ঐক্যবদ্ধ দল। তিনি ঐক্য বজায় রেখেই চলবেন।
রাজনৈতিক মহলে অত্যন্ত দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত ডি কে শিবকুমার। অন্যদিকে এর আগে ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলেছেন সিদ্দারামাইয়া এবং জননেতা হিসেবে তিনি পরিচিত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন