নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে ‘ধর্ম-ভিত্তিক অনুষ্ঠান’ বলে দাবি করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (CM Pinarayi Vijayan)। মঙ্গলবার, এই ঘটনার নিন্দা জানিয়ে বিজয়ন বলেন, ‘পার্লামেন্ট উদ্বোধনের নামে পাবলিক মঞ্চে যে কর্মকাণ্ড হয়েছে, তা সরকারের কাছে থেকে প্রত্যাশিত নয়।’
কোঝিকোড়ে এলজেডি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমারের স্মরণ সমাবেশে বক্তৃতাকালে এই মন্তব্য করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, 'ভারতকে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে আগেই ঘোষণা করা হয়েছে। ধর্মনিরপেক্ষতাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। কিন্তু, সংসদ উদ্বোধনের নামে সরকারী মঞ্চে যে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, তা কোনভাবেই প্রত্যাশিত নয়। এটি পুরোপুরি ধর্মীয় অনুষ্ঠানের মত ছিল।'
দেশের ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্যকে আঘাত করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন তিনি। বাম শাসিত কেরালার মুখ্যমন্ত্রী বলেন, 'ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে মেনে নিতে চায় না আরএসএস (RSS)। তাই তারা ভারতকে একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করতে চায়। নয়া সংসদের অভ্যন্তরে যে অনুষ্ঠানে হয়েছে, তাতে সেটাই দেখা গেছে।'
অভিযোগের সুরে বিজয়ন বলেন, 'RSS-এর নির্দেশনা অনুযায়ী ভারতকে একটি ধর্মীয় রাষ্ট্রে পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। যেখানে, ধর্মনিরপেক্ষতা দেশের প্রতিটি নাগরিককে তাদের নিজেদের পছন্দের ধর্ম পালন করার অধিকার দিয়েছে।'
গত রবিবার, নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল সাড়ে ৭টায় যজ্ঞ ও পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়। পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিনের বিশেষ পুজোয় একাধিক ব্রাহ্মণকে দেখা গিয়েছে। নতুন ভবনের পুজোর পাশাপাশি সোনার রাজদণ্ড বা সেঙ্গলেরও পুজো করা হয়।
তবে, শুধু পুজো নয়, প্রধানমন্ত্রীর সংসদ ভবন উদ্বোধন করা নিয়ে একাধিক বিতর্কে জড়িয়েছে কেন্দ্রে।
প্রথমত, নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনক্ষণ হিসাবে সংবিধানের প্রণেতা ভীমরাও আম্বেদকরকে বাদ দিয়ে, হিন্দুত্ববাদের প্রবক্তা সাভারকরের জন্মদিন (২৮ মে)-কে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়ত, নতুন সংসদ ভবন উদ্বোধনের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানায়নি কেন্দ্র। যেখানে, সংসদের শীর্ষে আছেন রাষ্ট্রপতি।
এই ঘটনার প্রতিবাদে নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কট করে ১৯টি বিরোধী দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন