কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খানের গাড়িচালক রাজভবনের কোয়ার্টারেই আত্মহত্যা করলেন। রবিবার সকালে রাজভবনে চালকের কোয়ার্টারে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র অনুসারে, রাজ্যপাল আরিফ মহম্মদ খানের গাড়িচালক তেজস (৪৮) মৃত্যুর আগে একটি সুইসাইড নোট রেখে গেছেন। যেখানে তিনি ব্যক্তিগত কারণে আত্মহত্যা করছেন বলে জানিয়েছেন। সুইসাইড নোটে তেজস আরও জানিয়েছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
পুলিশ জানিয়েছে, কেরালা রাজভবনে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন তেজস। গাড়িচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
থিরুবনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে তেজসের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর দেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে। জানা গেছে, আলাপুঝা জেলার চেরথালায় তাঁর অন্তিম সংস্কার করা হবে।
- with Agency Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন