Kerala: অসংগঠিত শ্রমিকদের মজুরিতে দেশের মধ্যে শীর্ষে বাম শাসিত কেরালা - RBI রিপোর্ট

দেশে নির্মাণ শ্রমিকদের জাতীয় গড় মজুরি হল ৩৬২.২ টাকা। সেই জায়গায়, কেরালায় একজন নির্মাণ শ্রমিক দৈনিক মজুরি পান ৮২৯.৭ টাকা। অন্যদিকে, জাতীয় গড় মজুরির থেকেও কম মজুরি পান পশ্চিমবঙ্গের শ্রমিকরা।
'দৈনিক মজুরি বিভাগে' শীর্ষে রয়েছে কেরালা
'দৈনিক মজুরি বিভাগে' শীর্ষে রয়েছে কেরালাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

আবার শীর্ষে বাম শাসিত রাজ্য - কেরালা। দেশে অ-সংগঠিত শ্রমিকদের আয়ের নিরিখে এখনও শীর্ষস্থানে রয়েছে কেরালা। সদ‍্য প্রকাশিত রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) এক পরিসংখ্যানে এই তথ‍্য উঠে এসেছে।

দেশে গ্রামীণ শ্রমিকদের গড় আয়ের দ্বিগুণেরও বেশি মজুরি পান কেরালার গ্রামীণ শ্রমিকরা। মহারাষ্ট্র, গুজরাটের মতো উন্নত রাজ‍্যের শ্রমিকদের তুলনায় অনেক বেশি উপার্জন করেন তাঁরা। গত ৭ বছরের পরিসংখ্যান অনুযায়ী, এই ধারা অব্যাহত রয়েছে কেরালার নির্মাণ শিল্প, কৃষিকাজ ও অন্যান্য ক্ষেত্রে।

কেরালার এই সফলতার পিছনে রয়েছে ট্রেড ইউনিয়নগুলির লাগাতার আন্দোলন (Trade Union Movement)। সংগঠিত, অসংগঠিত- সকল ক্ষেত্রে তাঁদেরই আন্দোলনের সুফল ভোগ করছে কেরালায় মানুষ। এছাড়া, শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করতে বাম গণতান্ত্রিক ফ্রন্ট (LDF) সরকারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২০২০-২১ সালের যে রিপোর্ট প্রকাশ করেছে রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI), তাতে 'দৈনিক মজুরি বিভাগে' (daily wages category) শীর্ষে রয়েছে কেরালা রাজ্য। প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণ শ্রমিক, সাধারণ কৃষি শ্রমিক এবং অ-কৃষি (অন্যান্য) শ্রমিকদের মধ্যে দেশে সবচেয়ে বেশি বেতন পান কেরালার শ্রমিকরা। রিপোর্টে, মোট ২০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 'দৈনিক গড় মজুরির' তালিকা করা হয়েছে।

  • নির্মাণ শ্রমিক

দেশে নির্মাণ শ্রমিকদের জাতীয় গড় মজুরি হল ৩৬২.২ টাকা। সেই জায়গায়, কেরালায় একজন নির্মাণ শ্রমিক দৈনিক মজুরি হিসাবে পান ৮২৯.৭ টাকা। অন্যদিকে, নির্মাণ শিল্পে জাতীয় গড় মজুরির থেকেও কম মজুরি পান পশ্চিমবঙ্গের শ্রমিকরা। এ রাজ্যে নির্মাণ শ্রমিকদের দৈনিক মজুরি ৩০৮.২ টাকা।

প্রায় একই চিত্র গুজরাট (২৮৫.১ টাকা), উত্তরপ্রদেশ (৩১৩.৯ টাকা), আসাম (৩১৭.৭ টাকা), বিহার (৩২৫.৬ টাকা),মহারাষ্ট্র (৩৪৭.৯ টাকা)-সহ ১২ টি রাজ্যে। সবথেকে কম মজুরি ত্রিপুরায়, ২৫০ টাকা।

অন‍্যদিকে সর্বাধিক মজুরির হিসেবে কেরলের পরেই রয়েছে জম্মু-কাশ্মীর। এখানে নির্মাণ শ্রমিকরা দৈনিক ৪৯২.৬ টাকা করে মজুরি পান। এরপর রয়েছে তামিলনাড়ু (৪৬৮.৩ টাকা), হিমাচল প্রদেশ (৪৪৫.৮ টাকা), হরিয়ানা (৪০৪.৪ টাকা), পাঞ্জাব (৩৮২ টাকা), কর্ণাটক (৩৬৫.৭ টাকা), রাজস্থান (৩৬৫.২ টাকা)।

  • কৃষি শ্রমিক

দেশে কৃষি শ্রমিকদের জাতীয় গড় মজুরি ৩০৯.৯ টাকা। সেখানে সব রাজ্যকে পিছনে ফেলে কেরালায় কৃষি শ্রমিকদের দৈনিক মজুরি হল ৭০৬.৫ টাকা। আর, উল্টো পথে হেঁটে পশ্চিমবঙ্গে কৃষি শ্রমিকদের মজুরি হয়েছে ২৮৮.৬ টাকা। যা জাতীয় গড় মজুরির থেকেও কম।

গুজরাট, যাকে উন্নয়ন এবং শিল্পায়নের রোল মডেল হিসেবে ধরা হয়, সেখানে একজন কৃষি শ্রমিক দিনে ২১৩.১ টাকা উপার্জন করেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কৃষি শ্রমিকরা দিনে পান ২৭৪.৫ টাকা করে। বিহারে গ্রামীণ শ্রমিকরা পান‌ ২৭২.৬ টাকা করে।

এই ক্ষেত্রেও সর্বাধিক মজুরির হিসেবে কেরলের পরেই রয়েছে জম্মু-কাশ্মীর। এখানে গ্রামীণ শ্রমিকরা দৈনিক ৫০১.১ টাকা করে মজুরি পান। এরপর রয়েছে তামিলনাড়ু (৪৩৪.২ টাকা), হিমাচল প্রদেশ (৪২১.৭ টাকা), হরিয়ানা (৩৮৪.৪ টাকা), পাঞ্জাব (৩৫৭ টাকা), রাজস্থান (৩২৭.১ টাকা), অন্ধ্র প্রদেশ (৩১৮.৬ টাকা) ও কর্ণাটক (৩১২.৫ টাকা)।

  • অকৃষি (অন্যান্য) শ্রমিক

কেরালায় এক গ্রাম‍্য শ্রমিক (অকৃষি ক্ষেত্রে এক পুরুষ) ২০২০-২১ সালে দিনে গড়ে ৬৭৭.৬ টাকা উপার্জন করেছেন। যেখানে এই সময়ের মধ্যে উপার্জনের জাতীয় গড় ছিল ৩১৫.৩ টাকা। রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তথ্য অনুসারে, দেশের সবথেকে শিল্পোন্নত রাজ‍্য মহারাষ্ট্রে গ্রামীণ শ্রমিকদের দৈনিক আয় গড়ে ২৬২.৩ টাকা‌। আর, পশ্চিমবঙ্গে গ্রামীণ শ্রমিকদের দৈনিক আয় ৩০৫.৮ টাকা।

এ ক্ষেত্রেও পশ্চিমবঙ্গকে পিছনে ফেলে কেরলের পরেই রয়েছে জম্মু-কাশ্মীর। এখানে গ্রামীণ শ্রমিকদের দৈনিক মজুরি ৪৮৩ টাকা। এরপর রয়েছে তামিলনাড়ু (৪৪৯.৫ টাকা), হরিয়ানা (৩৮৪.৪ টাকা), পাঞ্জাব (৩৪৪.২ টাকা), হিমাচল প্রদেশ (৪৪২.১ টাকা), রাজস্থান (৩২৯ টাকা)।

সবথেকে কম মজুরি মেঘালয়ে, দৈনিক ২২৬ টাকা। আর, গুজরাটে- ২৩৯.৩ টাকা।

'দৈনিক মজুরি বিভাগে' শীর্ষে রয়েছে কেরালা
Startup Ranking: টানা তিনবার শীর্ষে কেরালা, স্টার্টআপ র‍্যাঙ্কিংয়ে নয়া নজির!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in