পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের পর এবার বাড়ল কেরোসিনের দাম। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে জেরবার সাধারণ মানুষ। জুলাই মাস পড়তে না পড়তেই দাম বাড়ল কেরোসিনের।
রেশনে বিক্রি হওয়া কেরোসিন তেলের 'ইস্যু প্রাইস' এক ধাক্কায় লিটারে ১৩ টাকা বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব তৈল সংস্থাগুলি। অর্থাৎ, কলকাতায় লিটার প্রতি কেরোসিন তেলের দাম ইতিমধ্যেই সেঞ্চুরি পার করে ফেলেছে। সরকারি পরিসংখ্যান বলছে, গত ৭ মাসে লিটার প্রতি কেরোসিন তেলের দাম বেড়েছে ৫৩ টাকারও বেশি। যা জানুয়ারী মাসের তুলনায় দ্বিগুণ।
ডিজেলকে ছাড়িয়ে কেরোসিনের দাম এখন পাল্লা দিচ্ছে পেট্রোলকে। যার জেরে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির ধাক্কা সামলে উঠতে না উঠতেই অন্যদিকে কেরোসিনের দাম উর্ধ্বমূখী। তবে কী এবার সেই কয়লা আর ঘুঁটের উনুনেই ফিরে যেতে হবে সাধারণ মানুষকে? উঠছে প্রশ্ন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারী মাসে কলকাতায় এক লিটার কেরোসিন কিনতে গ্রাহকদের দিতে হত ৪৮ টাকা ৫৫ পয়সা। ৭ মাসে তা বাড়তে বাড়তে বর্তমানে লিটার প্রতি কেরোসিনের দাম দাঁড়িয়েছে প্রায় ১০২ টাকা।
এ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত জানিয়েছেন, তাঁরা এখন আর আগের মত কেরোসিন তুলতে পারেন না। কারণ, মানুষ কেরোসিন কিনতে পারছে না। আগে ১৫ ব্যারেল কেরোসিন লাগত। এখন সেই জায়গায় কেরোসিন লাগছে মাত্র ৩-৪ ব্যারেল।
গ্রামাঞ্চলের মানুষদের কাছে কেরোসিন অন্যতম গুরুত্বপূর্ণ। সেখানে কেরোসিনের দামবৃদ্ধির জেরে তাঁদের কপালেও চিন্তার ভাঁজ পড়ছে। বিশেষজ্ঞদের মতে সমাজের সবচেয়ে গরীব মানুষরা কেরোসিন ব্যবহার করেন। এবার বাধ্য হয়ে মানুষকে কাঠ দিয়ে রান্না করতে হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন