Kochi: ত্রিপাক্ষিক বৈঠক ব্যর্থ, মজুরি বৃদ্ধির দাবিতে Swiggy ডেলিভারি বয়দের ধর্মঘট

মজুরি বৃদ্ধি নিয়ে সোমবার, কোচিতে জেলা শ্রম আধিকারিক, সুইগির প্রতিনিধি এবং ডেলিভারি বয়দের উপস্থিতিতে ত্রিপাক্ষিক আলোচনা হয়। কিন্তু, তাতে কোনও সমাধান খুঁজে পাওয়া যায়নি।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সংগৃহীত
Published on

মজুরি বৃদ্ধির দাবি জানানোর পরেও আলোচনার মাধ্যমে কোনও সমাধান সূত্র মেলেনি। বাধ্য হয়ে কোচিতে (Kochi) ধর্মঘটের পথে গেলেন সুইগি ডেলিভারি বয়েরা (Swiggy delivery boys)।

জানা যাচ্ছে, মজুরি বৃদ্ধি নিয়ে সোমবার, কোচিতে জেলা শ্রম আধিকারিক, সুইগির প্রতিনিধি এবং ডেলিভারি বয়দের উপস্থিতিতে ত্রিপাক্ষিক আলোচনা হয়। কিন্তু, তাতে কোনও সমাধান খুঁজে পাওয়া যায়নি। এরপরেই, বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেছে সুইগি ডেলিভারি বয়েরা।

সাধারণত, কোচিতে ৪ কিলোমিটার দূরত্বের মধ্যে ডেলিভেরি পিছু ২০ টাকা পান সুইগি ডেলিভারি বয়েরা। এই মজুরি বাড়িয়ে ৩৫ টাকা করার দাবি জানানো হয়। গত মাসে (অক্টোবরে), এই দাবিতে ডেলিভারি বয়দের পক্ষ থেকে বিক্ষোভও দেখানো হয়। কিন্তু, তারপরেও কোনও সমাধান সূত্র মেলেনি।

জানা যাচ্ছে, বর্ধিত মজুরির দাবি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কয়েক হাজার ডেলিভারি বয় কাজ করবে না। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে।

তবে, যারা থার্ড পার্টি কোম্পানি (third party company)-র অধীনে, তাদের ডেলিভারি বয় পরিষেবার জন্য উপলব্ধ থাকবে।

প্রসঙ্গত, আন্দোলনকারীরা দাবি করেন, থার্ড পার্টি কোম্পানির ডেলিভারি বয়রা তাঁদের থেকে বেশি টাকা (চার্জ) পায়।

ইতিমধ্যে, কেরালার অন্যতম প্রধান ট্রেড ইউনিয়ন AITUC এই ধর্মঘটের পক্ষে নিজেদের সহমর্মিতা জানিয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in