Karnataka: ডি কে শিবকুমারকে আবার সমন ED-র, রাজ্যে 'প্রজাধ্বনি যাত্রা'র মাঝে চাঞ্চল্য

শিবকুমার বলেন, 'প্রতিদিনই নোটিশ আসছে। গতকালই আমার মেয়ের কাছে নোটিশ পাঠিয়েছে সিবিআই। তাতে কলেজের ফি, পরীক্ষার রেজাল্টের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। কল্পনা করুন একবার পরিস্থিতি। কী সব জিজ্ঞাসা করছে তারা?
ডি কে শিবকুমার
ডি কে শিবকুমারফাইল ছবি
Published on

কর্ণাটক জুড়ে চলছে কংগ্রেসের 'প্রজাধ্বনি যাত্রা' (Praja Dhwani Yatre)। তারই মাঝে, প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারকে সমন পাঠিয়েছে ইডি (ED)। শুধু তাই নয়, তাঁর মেয়ে ঐশ্বর্য্য (Ishwarya)-কে নোটিশ পাঠিয়েছে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা - সিবিআই (CBI)। বুধবার, শিভামোজ্ঞায় 'প্রজাধ্বনি যাত্রা'র মাঝে এমনই দাবি করেছেন শিবকুমার।

সাংবাদিকদের মুখমুখি হয়ে তিনি বলেন, 'আমি ইডি (ED)-কে আগেই উত্তর দিয়েছি। 'ন্যাশনাল হেরাল্ড' সম্পর্কে তাঁরা জানতে চেয়েছিল, জানিয়েছি। আবার সেই পুরানো বিষয় ফিরে এসেছে। ২২ ফেব্রুয়ারি, ইডি অফিসে হাজিরার জন্য আবার তাঁরা ডেকে পাঠিয়েছে। এখন আমার কী করা উচিত? প্রজাধ্বনি যাত্রা নিয়ে এগিয়ে যাবো, না ইডি-র সামনে হাজির হব, তা নিয়ে ভাবছি।'

তিনি জানান, 'প্রতিদিনই নোটিশ আসছে। গতকালই আমার মেয়ের কাছে নোটিশ পাঠিয়েছে সিবিআই। তাতে কলেজের ফি, পরীক্ষার রেজাল্টের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমি কী আর বলব? তারা যদি আমাকে কলেজের ফি প্রদানের বিষয়ে প্রশ্ন করেন, কল্পনা করুন একবার পরিস্থিতি। কী সব জিজ্ঞাসা করছে তারা? আমি এটা (ভগবানের) উপর ছেড়ে দিচ্ছি।'

বিরোধী নেতাদের কাছে ইডি ও সিবিআই-য়ের সমন পাঠানো প্রসঙ্গে শিবকুমার বলেন, 'এটি (ইডি ও সিবিআই তদন্ত) কেবল বিরোধী দলগুলির বিরুদ্ধে হচ্ছে। শাসক দলের নেতারা হাজার হাজার কোটি টাকা কারচুপি করলেও, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে না ইডি।'

ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগেও দিল্লিতে ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন শিবকুমার। ২০১৯ সালে ৩ সেপ্টেম্বর, তাঁকে গ্রেফতার করে ইডি। পরে, অক্টোবরে, দিল্লি হাইকোর্টে জামিন পান তিনি।

চলতি বছরে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে রাজ্যজুড়ে 'প্রজাধ্বনি যাত্রা' চালাচ্ছে কংগ্রেস। এরই মাঝে আবার সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। পুরানো মামলায় আবার কর্ণাটক কংগ্রেসের সভাপতি তথা কনাকাপুরা কেন্দ্রের বিধায়ক শিবকুমারকে ডেকে পাঠিয়েছে ইডি।

ডি কে শিবকুমার
হিন্ডেনবার্গ কাণ্ডের মাঝেই BJP সরকারের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে আদানি-পুত্র, নিন্দায় সরব শিবসেনা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in