Ladakh: গৃহবন্দী সোনম ওয়াংচুক, লাদাখের 'গণতন্ত্র' নিয়ে উদ্বিগ্ন বাস্তবের 'ব়্যাঞ্চো'!

তাঁর আক্ষেপ, 'মানুষের এতে কোন অংশই নেই। কোনও গণতন্ত্র নেই’।
সোনম ওয়াংচুক
সোনম ওয়াংচুকছবি - অফিসিয়াল ফেসবুক পেজ
Published on

লাদাখে গৃহবন্দী সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। লাদাখের বাস্তুতন্ত্র রক্ষার ডাক দিয়ে 'অনশনে বসা'য় গৃহবন্দী হয়েছেন বাস্তবের 'ব়্যাঞ্চো'। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ এক ফেসবুক পোস্টে সোনম দাবি করেন, ‘আমাকে গৃহবন্দী করা হয়েছে। বলতে গেলে গৃহবন্দীর চেয়েও খারাপ পরিস্থিতি’।

গত শনিবার (২১ জানুয়ারি), লাদাখের বাস্তুতন্ত্র রক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানান সোনম। ভিডিও বার্তায় তিনি বলেন, 'আপনি হস্তক্ষেপ করুন। সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী লাদাখের প্রকৃতিকে বাঁচান।'

টুইটারে ভিডিও পোস্ট করে তিনি বলেন, 'লাদাখে সব ঠিকঠাক নেই! আমার সর্বশেষ ভিডিওতে, লাদাখের ভঙ্গুর পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে আবেদন করছি। সরকার এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমি ২৬ জানুয়ারী থেকে ১৮০০০ ফুট উচ্চতায় এবং -৪০ ডিগ্রি সেলসিয়াসে খারদুংলা পাসে ৫ দিনের জন্য #ClimateFast (অনশনে) বসার পরিকল্পনা করেছি।'

সেই ঘোষণা অনুযায়ী, অনশন শুরু করেছেন সোনম। কিন্তু, তাঁকে গৃহবন্দী করেছে প্রশাসন। জানা যাচ্ছে, আপাতত তিনি এক খোলা ছাদের উপর শুয়ে রয়েছেন। তাঁর অবস্থান এখন হায়াল ক্যাম্পাসে। যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ। তাঁর দাবি, তাঁকে আর এগোতে দেওয়া হয়নি। প্রশাসনের তরফে তাঁকে জানানো হয়েছে, খারডুংলা (KHARDUNGLA) এখন বরফে ঢাকা। তাই এগোতে দেওয়া যাবে না।

দীর্ঘ ১৮ মিনিটের ভিডিওতে লাদাখের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন সোনম। তিনি বলেন, 'সমস্ত মানুষই কষ্টে রয়েছেন। যেমন যুব সম্প্রদায়ের কথাই ধরা যাক। তাঁরা চাকরি পাচ্ছেন না। ১২ হাজার চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও চাকরি পেয়েছেন ৮০০ জন। তাও পুলিশে। মানুষকে অবদমন করে রাখার জন্য। চারদিকে প্রতিবাদ হচ্ছে। মানুষ ভয় পাচ্ছে।'

তাঁর আক্ষেপ, ‘মানুষের এতে কোন অংশই নেই। কোনও গণতন্ত্র নেই’। প্রধানমন্ত্রী পর্যন্ত তাঁর কণ্ঠস্বর যাতে না পৌঁছয়, তাই এই পদক্ষেপ বলে দাবি সোনম।

লাদাখের সমাজ সংস্কারক সোনম ওয়াংচুকের জীবন নিয়েই তৈরি হয়েছে বলিউডে বিখ্যাত ছবি ‘থ্রি ইডিয়টস' (3 Idiots)। লাদাখের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'লাদাখে অত্যধিক শিল্প গড়ে তোলা হচ্ছে। তার ফলে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা বাড়ছে। আপাতত মানুষের জীবিকার সুবিধা হলেও কয়েকদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে গোটা লাদাখ। তাই লাদাখ-সহ হিমালয়ের অন্যান্য অঞ্চলকে রক্ষা করতে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত প্রধানমন্ত্রীর।'

সোনম ওয়াংচুক
Adani গ্রুপে বিনিয়োগ করে LIC-র সর্বনাশ, দু'দিনে লোকসান ১৬,৫৮০ কোটি টাকা!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in