রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেবেন না বলেই জানালেন আর.জে.ডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। বুধবারই সাংবাদিকদের সামনে রামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান নিয়ে নিজের মতামত জানান।
আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। একের পর এক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অনুষ্ঠান বয়কট করেছেন। এবার সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না বলেই স্পষ্ট জানিয়ে দিলেন লালু প্রসাদ যাদব। তিনি বলেন, "আমি অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যাবো না"।
বিজেপি নেতারা বিরোধী দলের বহু নেতৃত্বকেই ওই দিন উপস্থিতি থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, এন সি পি প্রধান শরদ পাওয়ারের মতো নেতৃত্বরা রাম মন্দির উদ্বোধনে যাবেন না বলেই জানিয়ে দিয়েছিলেন।
এছাড়া গত সপ্তাহে জয়রাম রমেশ জানান, সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, কংগ্রেসের কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন না। রাম মন্দিরের তরফ থেকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রাক্তন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী ও লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। তাঁরা কেউই যাবেন না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন