সরকারের মালিকানাধীন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) অক্টোবর মাসে ব্যক্তিগত জীবনবীমার সংখ্যায় ২৩ টি ব্যক্তিগত জীবন বীমাকারী সংস্থার মধ্যে শীর্ষে আছে। অন্যদিকে, বেসরকারী বীমাকারী সংস্থাগুলো তাদের গ্রুপ বীমা প্রকল্পের অধীনে প্রায় ১.৮১ কোটি ব্যক্তির বীমা করেছে।
ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই)-র তথ্য অনুসারে, এলআইসি গত মাসে ১৫,৩৭,৮৪০টি পৃথক পলিসি (৮৪,৯৮৯টি পৃথক একক প্রিমিয়াম এবং ১৪,৫২,৮৫১টি স্বতন্ত্র অ-একক প্রিমিয়াম পলিসি) বিক্রি করেছে৷
বাকী ব্যক্তিগত জীবন বীমাকারীরা তাদের পৃথক পলিসির অধীনে ৫,৩৫,৪৯১ জন ব্যক্তিকে (২১,৩৯৬ পৃথক একক প্রিমিয়াম পলিসি, ৫,১৪,০৯৫ স্বতন্ত্র নন-সিঙ্গেল প্রিমিয়াম পলিসি) বিক্রি করেছে।
গ্রুপ বীমা পলিসির ক্ষেত্রে এলআইসি গত মাসে মোট ১৩,৬৮,১৬৯টি জীবন বীমা করেছে যেখানে বেসরকারি বীমাকারীরা মোট প্রায় ১.৮১ কোটি বীমা করেছে।
প্রিমিয়াম আয়ের ক্ষেত্রে LIC-এর নতুন ব্যবসায়িক প্রিমিয়াম গত মাসে ছিল ১৩,৫০০.৭৮ কোটি টাকা (অক্টোবর ২০২০-এ ১৫,৫৪৮.০৬ কোটি টাকা) যেখানে ২৩-বেসরকারি বীমাকারীরা একসঙ্গে ৮,১০৫.৪৬ কোটি টাকা (অক্টোবর ২০২০ তে ৭,২২৭.৯৬ কোটি টাকা) প্রিমিয়াম আদায় করেছে।
উল্লেখযোগ্য ভাবে, গ্রুপ ব্যবসায়, গত মাসে এলআইসি প্রায় ১৩.৬৮ লক্ষ ব্যক্তিকে জীবনবীমা করে ৮,৯৬১.১৩ কোটি টাকা প্রিমিয়াম অর্জন করেছে (১২,৩৯,৮২৭ জনের জীবন বীমায় ৮,৮৫৫.৪৫ কোটি টাকা)।
এমকে গ্লোবাল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড জানিয়েছে, "পুনর্বীমা মূল্য বৃদ্ধি এবং আন্ডাররাইটিং প্রক্রিয়া কঠোর হবার ফলে মেয়াদী জীবন বীমার বিক্রি কম হয়েছে এবং এটিই সম্ভবত পলিসি বিক্রি কম হবার মূল কারণগুলির মধ্যে একটি।"
- with Agency Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন