বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ১১টি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। প্রতিটি বাড়িতেই ফ্রিজে গোরুর মাংস রাখা ছিল। অনেকের দাবি, এই কারণেই ওই বাড়িগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে প্রশাসনের দাবি, বাড়িগুলি অবৈধ বলেই ভাঙা হয়েছে। ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার। মধ্যপ্রদেশের মান্ডলা জেলার ভৈনস্বাহী গ্রামের ১১টি বাড়ি ভাঙা হয়েছে। প্রাথমিক ভাবে জানা যায় ওই বাড়িগুলির ফ্রিজে গোরুর মাংস থাকার জন্য ভাঙা হয়েছে। কিন্তু মান্ডলার পুলিশ সুপার রজত সাকলেচা জানান, '১৫ হাজার স্কোয়ারফুটের সরকারি জমিতে ওই বাড়িগুলি গড়ে তোলা হয়েছিল। সবগুলিই অবৈধ। সেই কারণেই ভাঙা হয়েছে'।
তিনি আরও বলেন, স্থানীয় রাজস্ব আদায়কারী দল ওই দখলকরা জমি থেকে অভিযুক্তদের উঠে যাওয়ার জন্য নোটিশ দিয়েছিল। যে নোটিশে শাস্তি হিসেবে বাড়ি ভেঙে দেওয়ারও উল্লেখ করা হয়েছিল। কিন্তু তাঁরা কোনও উত্তর দেননি। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়।
অন্যদিকে ওই পুলিশ আধিকারিকই জানান, অভিযুক্তদের বাড়ির ফ্রিজ থেকে গোরুর মাংস পাওয়া যায়। ১৫০টি গোরুও বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া একটা ঘর থেকে গবাদি পশুর হাড়, চামড়া উদ্ধার হয়েছে। স্থানীয় পশু চিকিৎসক নিশ্চিত করেন যে মাংসগুলি গোরুর।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে পশু হত্যা প্রতিরোধ আইন এবং গোরু হত্যা নিষিদ্ধ আইনের অধীনে এফআইআর করা হয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, গবাদি পশুর উপর এইধরণের নিষ্ঠুর অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ মান্ডলা জেলার ভৈনস্বাহী গ্রামে দ্রুত পদক্ষেপ নিয়ে ১৫০টি গোরু উদ্ধার করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন