মহন্ত নরেন্দ্র গিরিকে আত্মহত্যায় প্ররোচনা দেবার দায়ে অভিযুক্ত আনন্দ গিরি এবং আদ্য তিওয়ারীকে বুধবার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত দেওয়া হল। গত ২০ সেপ্টেম্বর বাগম্বরী মঠে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অখিল ভারতীয় আখাড়া পরিষদের প্রধান মহন্ত নরেন্দ্র গিরির দেহ।
এদিন প্রয়াগরাজ পুলিশের পক্ষ থেকে আনন্দ গিরি এবং আদ্য তিওয়ারীকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। আপাতত তাঁদের নৈনী সেন্ট্রাল জেলে রাখা হয়েছে।
মহন্ত নরেন্দ্র গিরির দেহ উদ্ধারের দিনেই হরিদ্বার থেকে গ্রেপ্তার করা হয় আনন্দ গিরিকে। এরপরেই আটক করা হয় হনুমান মন্দিরের পুরোহিত আদ্য তিওয়ারীকে। প্রয়াত মহন্ত নরেন্দ্র গিরির সুইসাইড নোটে এই দুই ব্যক্তির নাম উল্লেখিত ছিল বলে পুলিশি সূত্রে জানা গেছে।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন