অখিল ভারতীয় আখাড়া পরিষদের প্রধান মহন্ত নরেন্দ্র গিরির মৃতদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হল তাঁরই শিষ্য আনন্দ গিরিকে। তাঁকে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে মহন্ত নরেন্দ্র গিরিকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়াগরাজ পুলিশ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যেবেলায় অখিল ভারতীয় আখাড়া পরিষদের প্রধান মহন্ত নরেন্দ্র গিরিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় প্রয়াগরাজ থেকে। দেশের মূল ১৪ আখড়ার শীর্ষ সংগঠন এবিএপি প্রধান নরেন্দ্র গিরির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রয়াগরাজের দারাগঞ্জ এলাকার বাগম্বরী মঠের একটি ঘর থেকে। তাঁর মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। যেখানে আনন্দ গিরিকে তিনি তাঁর মৃত্যুর জন্য দায়ী করেছেন বলে জানা গেছে।
যদিও আনন্দ গিরি সাংবাদিকদের জানিয়েছেন, তিনি যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। তিনি আরও জানিয়েছেন, মহন্ত নরেন্দ্র গিরিকে কেউ গোপন অভিসন্ধি থেকে হত্যা করেছে এবং তাঁরাই তাঁর এবং নরেন্দ্র গিরির মধ্যে বিবাদের কথা প্রচার করেছিলো।
আনন্দ গিরি দাবি করেছেন, নরেন্দ্র গিরির চারপাশে থাকা বেশ কিছু ব্যক্তির ভূমিকাও খতিয়ে দেখা উচিৎ। তাঁর অভিযোগ, এইসব ব্যক্তিরা আশ্রমের কয়েক কোটি টাকা প্রতারণা করেছেন।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন