Mahant Narendra Giri: প্রয়াত মহন্তের ঘর থেকে রাজস্থানের ব্যাগ উদ্ধার - সূত্রের সন্ধানে তদন্তকারী দল

তদন্তকারী দল এখন খুঁজে দেখছেন কে ওই ব্যাগ মহন্ত নরেন্দ্র গিরির ঘরে এনেছিলো। তাঁদের আরও প্রশ্ন এই ব্যাগে কি শুধুই মিষ্টি ছিলো অথবা অন্য আরও কিছু ছিলো। কারণ এই ব্যাগটি একেবারে নতুন।
মহন্ত নরেন্দ্র গিরি
মহন্ত নরেন্দ্র গিরিফাইল ছবি সংগৃহীত
Published on

অখিল ভারতীয় আখাড়া পরিষদের প্রধান মহন্ত নরেন্দ্র গিরির ঘর থেকে উদ্ধার করা হল একটি ব্যাগ। যে ব্যাগ ঘিরে নতুন করে রহস্য দানা বেঁধেছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন শুক্রবার উদ্ধার হওয়া ব্যাগে রাজস্থান আলওয়ারের বাবা সুইট শপের নাম লেখা আছে।

জানা গেছে, বাবা সুইট শপ কালাকাঁদের জন্য বিখ্যাত। তবে মহন্ত নরেন্দ্র গিরির দেহ যে ঘর থেকে উদ্ধার করা হয়েছিলো সেই ঘর থেকে এই ব্যাগ উদ্ধার করা হলেও ওই ব্যাগে কোনো মিষ্টি ছিলোনা।

তদন্তকারী দল এখন খুঁজে দেখছেন কে ওই ব্যাগ মহন্ত নরেন্দ্র গিরির ঘরে এনেছিলো। তাঁদের আরও প্রশ্ন এই ব্যাগে কি শুধুই মিষ্টি ছিলো অথবা অন্য আরও কিছু ছিলো। কারণ এই ব্যাগটি একেবারে নতুন।

এক তদন্তকারী অফিসারের বক্তব্য অনুসারে, এই ব্যাগ দেখে মনে হচ্ছে অতি সম্প্রতি কেউ আলওয়ার থেকে এসে মহন্তর সঙ্গে দেখা করেছেন। এর সঙ্গে আনন্দ গিরির কোনো যোগসূত্র আছে কিনা আমরা তা খুঁজে দেখার চেষ্টা করছি। প্রসঙ্গত, মহন্ত নরেন্দ্র গিরির সুইসাইড নোটের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া আনন্দ গিরির বাড়ি রাজস্থানের ভিলওয়াড়াতে।

সূত্র অনুসারে, বাগম্বরী মঠের কর্মী এবং বাসিন্দারা এই বিষয়ে মুখ খুলতে চাননি। তাঁরা জানিয়েছেন রাজস্থান থেকে সম্প্রতি মঠে কেউ এসেছিলেন বলে তাঁরা মনে করতে পারছেন না। মহন্ত নরেন্দ্র গিরির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনিও জানিয়েছেন, রাজস্থান থেকে সম্প্রতি মহন্ত নরেন্দ্র গিরির সঙ্গে কেউ দেখা করতে এসেছিলো বলে তিনি মনে করতে পারছেন না।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in