‘বিজেপির ওয়াশিং মেশিন অপারেশান জারি রেখেছে’। মহারাষ্ট্রে শারদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-তে ভাঙন ধরিয়ে শিবসেনা বিজেপি জোট সরকারের ক্ষমতা বৃদ্ধির পর রবিবার এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলো কংগ্রেস।
এদিনই মহাবিকাশ আঘাদি থেকে বেরিয়ে গিয়ে শিবসেনা বিজেপি জোটের প্রতি সমর্থন জানান শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। এরপরেই তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। এই নিয়ে তিনি পঞ্চমবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হলেন।
রবিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, বিজেপির ওয়াশিং মেশিন তার কাজ চালিয়ে যাচ্ছে। মহারাষ্ট্রের বেশ কিছু নেতা, যাদের বিরুদ্ধে ইডি, সিবিআই, আয়কর দপ্তরের অভিযান চালানো হচ্ছিল, আজ তারা বিজেপির নেতৃত্বে জোটে যোগ দেবার পর সকলেই ক্লিন চিট পেয়ে যাবে।
তিনি আরও বলেন, কংগ্রেস বিজেপির কবল থেকে মহারাষ্ট্রকে উদ্ধারের জন্য সবরকমের প্রচেষ্টা চালিয়ে যাবে।
উল্লেখযোগ্যভাবে এদিন এনসিপি-তে ভাঙন ধরার পরেও শান্তভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বর্ষীয়ান এনসিপি নেতা শারদ পাওয়ার। এদিন সংবাদমাধ্যমের সামনে পাওয়ার বলেন, তাঁর দলের বেশ কিছু নেতা ইডি-র মত বেশ কিছু সংস্থার তদন্তে অস্বস্তি বোধ করছিলেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তাঁদের দিকে আঙুল তোলার পর তারা তড়িঘড়ি আনুগত্য বদলের সিদ্ধান্ত নিয়েছেন এবং কেউ কেউ মন্ত্রিত্ব পেয়েছেন।
এদিনই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পর দলের নেতৃত্ব এবং প্রতীক দাবি করেছেন অজিত পাওয়ার। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পুরো এনসিপি এল আমার সঙ্গে আছে এবং তাঁদের সকলের আশীর্বাদ আমার সঙ্গে আছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন