Maharashtra: গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অভাবনীয় সাফল্য CPIM-র, সরপঞ্চ পদে ৯২ আসনে জয়লাভ

মূলত এই জয় এসেছে নাসিক, থানে পালঘর এবং আহমেদনগর জেলা থেকে। গত ১৭ অক্টোবর, রাজ্যের ১১৬৫ গ্রাম পঞ্চায়েতে ভোট গণনা হয়েছিল।
Maharashtra: গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অভাবনীয় সাফল্য CPIM-র, সরপঞ্চ পদে ৯২ আসনে জয়লাভ
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

মহারাষ্ট্রের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে চিত্তাকর্ষক জয়লাভ করেছে সিপিআই(এম)। সেখানকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যা নিঃসন্দেহে অভাবনীয় ফলাফল। ফলাফল গণনার শেষ রাউন্ডে সরপঞ্চের (গ্রাম পঞ্চায়েত সভাপতি) ৯২ টি আসন দখল করেছে সিপিআই(এম)।

মূলত এই জয় এসেছে নাসিক, থানে পালঘর এবং আহমেদনগর জেলা থেকে। গত ১৭ অক্টোবর, রাজ্যের ১১৬৫ গ্রাম পঞ্চায়েতে ভোট গণনা হয়েছিল।

সিপিআই(এম) নেতৃত্ব জানিয়েছেন, মহারাষ্ট্রের অন্যান্য জায়গাগুলিতে সিপিআই(এম) আরও বেশুকিছু সংখ্যক আসন জিতেছে, যার বিবরণ এখনও পর্যন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

মোট ৬১টি আসনের মধ্যে ৩৪টি আসন জিতে নাসিক জেলার তহসিল সুরগানাতে একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে সিপিআই(এম)। এছাড়াও, তহসিল কালওয়ানে থেকে জিতেছে ৮টি আসন, তহসিল ত্র্যম্বকেশ্বরে ৭টি, তহসিল ডিন্ডোরিতে ৬টি এবং তহসিল পেঠে ৫টি। অর্থাৎ, মোট ৬০টি আসন।

থানে পালঘর জেলা থেকে জিতেছে ২৬ টি আসন। তার মধ্যে তহসিল দহনুতে ৯টি আসন, তহসিল জাওহার থেকে ৫টি আসন, তহসিল তালাসারীতে ৪টি, তহসিল বিক্রমগড়ে ৩টি, তহসিল ওয়াদাতে ৩টি, তহসিল শাহাপুরে ১টি এবং তহসিল মুরবাদ থেকে ১টি।

অন্যদিকে, আহমেদনগর জেলার অন্তর্গত তহসিল আকোলে ৬টি আসনে জয়লাভ করেছে সিপিআই(এম)। এই জেলায় এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে, প্রায় ১০০ টির কাছাকাছি পঞ্চায়েতে আসন জিতেছে সিপিআই(এম)।

এই প্রসঙ্গে মহারাষ্ট্রের সিপিআই(এম) রাজ্য সম্পাদক ড: উদয় নর্কর জানান, সামগ্রিকভাবে এই রাজ্যে সুবিধাবাদী এবং সাম্প্রদায়িক বিজেপি-শিন্ধে জোটকে নির্মূল করেছে মহাবিকাশ আঘাদি জোট। ফলাফলের পরবর্তী গণনার রাউন্ডে সিপিআই(এম)-র এই জয়কেও একত্রিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Maharashtra: গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অভাবনীয় সাফল্য CPIM-র, সরপঞ্চ পদে ৯২ আসনে জয়লাভ
Maharashtra: গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-শিন্ধে জোটকে টেক্কা মহাবিকাশ আঘাদির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in