Maharashtra: নির্ভয়া তহবিলের টাকায় বিধায়কদের নিরাপত্তা! বিতর্কে সিন্ধে-বিজেপি জোট সরকার

বিস্ফোরক এই তথ্য সামনে আসার পরেই শুরু হয়েছে জোর বিতর্ক। পুরো তহবিলের অডিটের দাবি তুলেছে বিরোধী শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী।
একনাথ সিন্ধে
একনাথ সিন্ধেফাইল চিত্র - সংগৃহীত
Published on

দেশের মহিলাদের সুরক্ষা দিতে ২০১৩ সালে তৈরি হয়েছিল ‘নির্ভয়া তহবিল’। লক্ষ্য ছিল, নির্ভয়ার মতো আর কোনও মহিলা যাতে বর্বরতার শিকার না হন। কিন্তু, মহিলাদের সুরক্ষার জন্য সেই তহবিলের টাকা খরচ করা হচ্ছে- মহারাষ্ট্রের শাসকদলের বিধায়কদের ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিতে। বিস্ফোরক এই তথ্য সামনে আসার পরেই শুরু হয়েছে জোর বিতর্ক। পুরো তহবিলের অডিটের দাবি তুলেছে বিরোধী শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী।

তবে, এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন শিবসেনার একনাথ সিন্ধে গোষ্ঠী। মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা বলেন, ‘কোন অডিটের প্রয়োজন নেই। এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে মিথ্যা অভিযোগ করে চলেছে পূর্বতন মহাবিকাশ আঘাদি (MBA) জোট।’

জাতীয় সংবাদ মাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এক রিপোর্টে জানিয়েছে, ‘চলতি বছরের জুন মাসে ২২০ টি বোলেরো, ৩৫ টি আর্টিগা, ৩১৩ টি পালসার বাইক এবং ২০০ টি হোন্ডা অ্যাক্টিভা কেনে মুম্বই পুলিশ। মহিলাদের নিরাপত্তার জন্য নির্ভয়া তহবিল থেকে কেনা এই সকল গাড়িগুলি। এরপর, গত জুলাই মাসের মধ্যে সেগুলি বিভিন্ন থানায় দেওয়া হয়। কিন্তু, সেই সকল গাড়ির বেশ কয়েকটি গাড়ি বর্তমানে একনাথ সিন্ধের নেতৃত্বাধীন ৪০ জন বিধায়ক ও ১০ জন সাংসদকে ‘ওয়াই-প্লাস উইথ এসকর্ট’ নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে। নারীদের উপর ক্রমাগত বেড়ে চলা অত্যাচার রোখার জন্য ২০১৩ সালে ‘নির্ভয়া তহবিল’ তৈরি করেছিল তৎকালীন ইউপিএ সরকার।’

নাম প্রকাশে অনিচ্ছুক মহারাষ্ট্রের এক পুলিশ কর্তা জানান, 'বোলেরোগুলি মূলত শহরের ৯৫টি থানায় পাঠানো হয়েছিল। কোনও থানা একটি বোলেরো, আবার কোনও থানা দুটি গাড়ি পেয়েছে।'

মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত নিয়ে একযোগে সরব কংগ্রেস (Congress) এবং এনসিপি (NCP)। কংগ্রেস প্রশ্ন করছে, রাজ্যের নির্ভয়াদের রক্ষা করার থেকেও কি বিধায়কদের Y+ নিরাপত্তা দেওয়াটা বেশি জরুরি?

নির্ভয়া তহবিল ব্যবহার করে কেনা গাড়িগুলির অডিট করার দাবি জানিয়েছে বিরোধীরা। আর, বিরোধীদের এই দাবি প্রসঙ্গে বিজেপি নেতা লোধা বলেন, 'তারাও অডিট চাইলে, আমরাও অডিট চাই। আমরা জানতে চাই, গত আড়াই বছরে এমভিএ সরকার নির্ভয়া তহবিল নিয়ে কী করেছে।'

তবে, আগামী 'সাত দিনের মধ্যে' গাড়িগুলি ফেরত না দিলে বিক্ষোভের হুমকি দিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠী। শিবসেনার মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, 'এটি সরকারি তহবিল আত্মসাৎ ছাড়া আর কিছুই নয়। এক উদ্দেশ্যে কেন্দ্র যে তহবিল সরবরাহ করছে, তা ব্যক্তিগত সুরক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে।'

একনাথ সিন্ধে
UP By Polls: দলিত ভোট হারাচ্ছে বিজেপি, জানান দিচ্ছে উত্তরপ্রদেশের মৈনপুরি ও খাতৌলির ফলাফল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in