কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশংসায় মুখর হয়েছেন উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। রাহুলকে 'মানবিক' বলেও দাবি করেছেন তিনি। সম্প্রতি, সাভারকর প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্যের নিয়ে শিবসেনার (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) মধ্যে ক্ষোভের মাঝেই এই মন্তব্য করেছেন সঞ্জয় রাউত।
সোমবার, এক ট্যুইট বার্তায় শিবসেনা নেতা সঞ্জয় রাউত লিখেছেন, 'ভারত জোড়ো যাত্রায় প্রচণ্ড ব্যস্ত থাকা সত্ত্বেও গত রাতে আমাকে ফোন করেছিলেন রাহুল। তিনি শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। তিনি (রাহুল) বলেছেন, 'আমরা আপনার জন্য চিন্তিত ছিলাম'। কেবল মানুষই, মিথ্যা মামলায় ফাঁসানো এবং ১১০ দিন জেলে নির্যাতিত হওয়া একজন রাজনৈতিক সহকর্মীর জন্য উদ্বেগ প্রকাশ করতে পারেন।'
একইসঙ্গে, শিবসেনা নেতা রাউত জানান, 'কিছু বিষয়ে তীব্র মতপার্থক্য থাকা সত্ত্বেও, একজন রাজনৈতিক সহকর্মীকে ফোন করে তার খোঁজখবর নেওয়া - মানবতার লক্ষণ। রাজনৈতিক তিক্ততার সময়ে, এই ধরনের আচরণ বিরল। রাহুলজী তাঁর যাত্রার (ভারত জোড়ো) মধ্যে (মানব) প্রেম এবং সমবেদনাকে সামনে রেখেছেন। তাই এটি (ভারত জোড়ো) ব্যাপক সাড়া পাচ্ছে।'
রাহুল গান্ধী সম্পর্কে সঞ্জয় রাউতের এই ট্যুইট নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি করেছে। কেননা, কয়েকদিন আগেই দলের মুখপাত্র 'সামনা'তে সঞ্জয় রাউত লিখেছিলেন, 'ভারত জোড়ো যাত্রা' থেকে যে ইতিবাচক শক্তি আসছিল, তা রাহুল গান্ধীর মন্তব্যে নষ্ট হয়ে গেল।' আর, সেই রেশ না কাটতেই সোমবার তিনিই আবার রাহুল এবং 'ভারত জোড়ো যাত্রা' সম্পর্কে নতুন ভাবনার কথা শোনালেন।
এর আগে কংগ্রেসের সঙ্গ ছেড়ে 'মহা বিকাশ আঘাদি' (MVA) জোট থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা গোষ্ঠী। গত শুক্রবার, শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত জানিয়েছেন, 'এ নিয়ে উদ্ধবজী (ঠাকরে) একটি বিবৃতি দিতে পারেন। সঞ্জয় রাউত একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে - আমরা MVA (মহা বিকাশ আঘাদি) জোট চালিয়ে যেতে পারি না। এটি দলের পক্ষ থেকে একটি কঠোর প্রতিক্রিয়া।'
এছাড়া, শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতও বলেছিলেন, 'সাভারকরের ইস্যুটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা তাঁর আদর্শে বিশ্বাস করি। এই বিষয়টি তাদের (কংগ্রেস) উত্থাপন করা উচিত হয়নি।'
বৃহস্পতিবার, মহারাষ্ট্রের আকোলা জেলার ওয়াদেগাঁওতে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী দাবি করেন, 'তিনি (সাভারকর) ব্রিটিশদের কাছে ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখেছিলেন। ভয় পেয়েই তিনি এটা করেছিলেন। আমি পরিষ্কার জানি, তিনি ব্রিটিশদের সহায়তা করতেন। তিনি পেনশনও নিয়েছিলেন। এইভাবেই তিনি মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল, জওহরলাল নেহেরুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। বিশ্বাসভঙ্গ করেছিলেন দেশবাসীর।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন