মহারাষ্ট্র বিধানসভায় বড় জয় পেলেন একনাথ শিন্ডে। শিন্ডে গোষ্ঠীকেই আসল শিবসেনা হিসেবে ঘোষণা করলেন মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নরওয়েকার। তবে স্পিকারের এই সিদ্ধান্তকে মানতে নারাজ উদ্ধব ঠাকরে। তাঁদের দাবি তাঁরাই আসল শিবসেনা। পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন উদ্ধব।
কে আসল শিবসেন গোষ্ঠী? বুধবার তার উত্তর দেন মহারাষ্ট্র বিধানসভার স্পিকার। পাশাপাশি শিন্ডে গোষ্ঠীর যে ১৬ জন বিধায়ককে বহিষ্কারের দাবি জানিয়েছিল উদ্ধব গোষ্ঠী তাও খারিজ করে দেন স্পিকার। তিনি বলেন, আসল শিবসেনা গোষ্ঠী হলো একনাথ শিন্ডে গোষ্ঠী।
স্পিকারের এই সিদ্ধান্তকে 'গণতন্ত্রের হত্যা' বলে কটাক্ষ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পাশাপাশি স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর দল দ্রুত শীর্ষ আদালতে যাবে।
প্রসঙ্গত, ২০২২ সালের জুন মাসে মহারাষ্ট্রের ক্ষমতা দখলের জন্য তৎকালীন উদ্ধব ঠাকরের শিবসেনা থেকে ১৫ জন বিধায়ক নিয়ে বিজেপির সাথে হাত মেলান একনাথ শিন্ডে। পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও হন তিনি। তাঁর দাবি বালা সাহেব ঠাকরের আদর্শকে তিনিই বাস্তবায়িত করছেন। সেই কারণে তাঁর গোষ্ঠীই আসল শিবসেনা। কিন্তু তা মানতে চাননি বালা সাহেব পুত্র উদ্ধব ঠাকরে।
মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাহিনীকে ‘শিবসেনা’ নাম ও ‘তীর-ধনুক’ প্রতীকের স্বত্ব দিয়ে দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের শরণাপন্ন হন উদ্ধব। পরে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টি স্পিকারের ওপরই ছেড়ে দেয়। কিন্তু স্পিকারের রায়ে সন্তুষ্ট নন উদ্ধব ঠাকরে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন