Maharastra: ৬৫ কোটি অনাদায়ী ঋণ, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে লুক আউট নোটিশ

পুনে পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী এবং ছেলের নামে লুক আউট নোটিশ জারি করে। এঁদের বিরুদ্ধে ৬৫ কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করার অভিযোগ আছে।
নারায়ণ রানে
নারায়ণ রানে ফাইল ছবি ডেকান হেরাল্ডের সৌজন্যে
Published on

৬৫ কোটি টাকা অনাদায়ী ঋণের কারণে ‘লুক আউট’ নোটিশ জারি হল কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের স্ত্রীর বিরুদ্ধে। পুনে পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী এবং ছেলের নামে লুক আউট নোটিশ জারি করে। এঁদের বিরুদ্ধে ৬৫ কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করার অভিযোগ আছে।

ডেপুটি কমিশনার অফ পুলিশ শ্রীনিবাস ঘাডগে সংবাদসংস্থা আইএএনএস কে জানিয়েছেন, গত ৩ সেপ্টেম্বর এই লুক আউট নোটিশ জারি হয়েছে। যদিও এই বিষয়ে তিনি অন্য কোনো মন্তব্য করতে রাজী হননি।

লুক আউট নোটিশে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের স্ত্রী নীলম নারায়ণ রানের নাম উল্লেখ করা হয়েছে। যিনি আরটলাইন প্রপার্টির নামে ২৫ কোটি টাকার এক ঋণে সহ গ্রহীতা। এছাড়াও নারায়ণ রানের ছেলে নীতেশ রানের নামে ৪০ কোটি টাকার এক ঋণে সহ গ্রহীতা হিসেবে নাম আছে। এই ঋণ নেওয়া হয়েছিলো নীলম হোটেলস প্রাইভেট লিমিটেড-এর নামে।

এই দুই ঋণই নেওয়া হয়েছিলো মুম্বাইয়ের দেওয়ান হাউসিং ফাইনান্স লিমিডেড ডি এইচ এফ এল থেকে। ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের নিয়ম অনুসারে এবং রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে ইতিমধ্যেই এই দুই ঋণকে এনপিএ ঘোষণা করা হয়েছে বলে পুলিশ নোটিশে জানানো হয়েছে।

(Except for the headline, this story has not been edited by People's Reporter and is translated and published from a syndicated feed.)

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in