Maharastra: বিজেপি শাসিত রাজ্যগুলোতেই মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা বেশি - কংগ্রেস

NCRB-২০০০-এর সাম্প্রতিক তথ্য উদ্ধৃত করে এদিন রাজ্য কংগ্রেসের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক শচীন সাওন্ত বলেন মহারাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের আমলে বেশি ঘটতো।
শচীন সাওন্ত
শচীন সাওন্তফাইল ছবি মুম্বাই লাইভের সৌজন্যে
Published on

বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের ওপর আক্রমণের ঘটনা সবথেকে বেশি। বুধবার মহারাষ্ট্র কংগ্রেসের পক্ষ থেকে একথা জানিয়েছেন দলের মুখপাত্র শচীন সাওন্ত। একই সঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার এক বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন।

এনসিআরবি-২০০০-এর সাম্প্রতিক তথ্য উদ্ধৃত করে এদিন রাজ্য কংগ্রেসের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক শচীন সাওন্ত বলেন মহারাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা পূর্বতন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের আমলে অনেক বেশি ঘটতো। ওই সময় তাঁর হাতেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ছিল। কিন্তু রাজ্যে মহা বিকাশ আঘাদি সরকার আসার পর মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা কমেছে।

উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কেশিয়ারী রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এক চিঠি লিখে মহারাষ্ট্র বিধানসভার এক বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছেন। রাজ্যপালের বক্তব্য রাজ্যে মহিলাদের নিরাপত্তা বিষয়ে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশন ডাকা উচিত। গত ১০ সেপ্টেম্বর সাকিনাকাতে ৩২ বছর এক মহিলার ধর্ষণ ও খুনের ঘটনার পরেই তিনি এই চিঠি লেখেন।

মহারাষ্ট্রের প্রসঙ্গ উদ্ধৃত করে এদিন শচীন সাওন্ত বলেন, রাজ্যে দেবেন্দ্র ফড়নবীশের রামরাজ্যের সময় ২০১৫ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ছিলো ৩১,২১৬। যা ২০১৯ সালে পৌঁছে যায় ৩৭,১৪৪-এ। এই সময় মহিলাদের জীবনের কালো দিন ছিলো। এর পাশাপাশি উদ্ধব ঠাকরের আমলে ২০২০ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা নেমে এসেছে ৩১,৯৫৪-তে।

তিনি আরও বলেন, এনসিআরবি তথ্য অনুসারে উত্তরপ্রদেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা সবথেকে বেশি। আসাম, মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটকেও মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা বেশি। গণধর্ষণ এবং খুনের ঘটনায় এগিয়ে উত্তরপ্রদেশ। যেখানে আসামে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা সবথেকে বেশি।

রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির উদ্দেশ্যে তিনি বলেন, দেশে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অত্যাচারের বিষয়ে আলোচনার জন্য আপনি বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদের বিশেষ অধিবেশন ডেকে আলোচনা করতে বলুন।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in