Maharastra: সঞ্জয় রাউথের ট্যুইটে বিধানসভা ভেঙে দেবার ইঙ্গিত, মহারাষ্ট্র নিয়ে বাড়লো জল্পনা

মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ ট্যুইট করলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউথ। যে ট্যুইটে তিনি মহারাষ্ট্র বিধানসভা ভেঙে দেবার ইঙ্গিত দিয়েছেন।
শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউথ
শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউথগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ ট্যুইট করলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউথ। যে ট্যুইটে তিনি মহারাষ্ট্র বিধানসভা ভেঙে দেবার ইঙ্গিত দিয়েছেন। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এদিনের ট্যুইটে রাউথ বলেন, মহারাষ্ট্রে রাজনৈতিক ঘটনাবলী বিধানসভা ভেঙে দেবার ইঙ্গিত দিচ্ছে।

এদিনের সংবাদমাধ্যমে কথা বলার সময় সঞ্জয় রাউথ জানান, সবথেকে খারাপ যা হতে পারে তা হল রাজ্যে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে। আমরা যে কোনো সময়েই ক্ষমতায় ফিরতে পারি, কিন্তু দলের ভাবমূর্তি সবার ওপরে।

তিনি আরও বলেন শিবসেনা অথবা বিদ্রোহী মন্ত্রী একনাথ শিন্ডে - কারোর পক্ষেই একে অপরকে ছেড়ে যাওয়া সহজ নয়।

অন্য এক ঘটনায়, মহারাষ্ট্রের পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকে তাঁর মন্ত্রীত্বের পরিচয় বাদ দিলেও নিজেকে 'যুবসেনা সভাপতি' এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত হিসাবে রেখে দিয়েছেন।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in