কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেপ্তার করলো মহারাষ্ট্র পুলিশ। নারায়ণ রানের ‘উদ্ধব ঠাকরেকে চড় মারতাম’ মন্তব্যের জেরে মঙ্গলবার বিকেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। যদিও তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর সমর্থকদের বাধার সম্মুখীন হয় পুলিশ।
এদিন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে গ্রেপ্তার করতে মহারাষ্ট্র পুলিশের একটি দল রত্নগিরির সঙ্গমেশ্বরে যায়। ওই সময় দলের ‘জন আশীর্বাদ যাত্রা’য় কোঙ্কন অঞ্চলে ছিলেন রানে।
এদিন গ্রেপ্তারির কয়েকঘণ্টা আগেই রানে জানিয়েছিলেন ‘কেউ আমার কিছু করতে পারবে না’। তিনি আরও বলেছিলেন ‘আমার ঘুরে বেড়ানো থেকে আমাকে কেউ আটকাতে পারবে না।’
এদিন নারায়ণ রানেকে গ্রেপ্তার করতে সিনিয়র পুলিশ আধিকারিকদের একটি দল সঙ্গমেশ্বর গেলে রানের সমর্থকরা পুলিশকে বাধা দেয়। যদিও গ্রেপ্তারির প্রশাসনিক কাজকর্ম পূর্ণ করার পর রানেকে গ্রেপ্তার করে পুলিশ।
নারায়ণ রানের এক সহযোগী প্রমোদ জাঠার জানিয়েছেন, পুলিশের কাছে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিলোনা। প্রমোদের বক্তব্য অনুসারে, পুলিশ জানিয়েছে, তাঁরা চাপের মুখে রানেকে গ্রেপ্তার করতে এসেছেন।
জাঠার জানিয়েছেন, ‘এখানে কোনো আইনের শাসন নেই’। পুলিশ কোনো প্রোটোকল মানছে না। আজও পুলিশ গ্রেপ্তারির জন্য কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন