বড় ধাক্কা গেরুয়া শিবিরে, CPI(M)-এ যোগ দিতে BJP ছাড়লেন প্রখ্যাত চিত্রপরিচালক

বিজেপির রাজ্য কমিটির সদস্য ছিলেন রাজাসেনন। বিজেপি ছাড়ার পরেই সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক এমভি গোবিন্দনের সাথে দেখা করেন তিনি। এখন, বাম দলে তাঁর যোগদান সময়ের অপেক্ষা।
রাজাসেনন
রাজাসেননছবি সংগৃহীত
Published on

কেরালায় বিজেপি ছাড়লেন প্রখ্যাত মালয়ালম চলচ্চিত্র পরিচালক রাজাসেনন (Rajasenan)। সূত্রের খবর, গেরুয়া শিবির ছেড়ে এবার তিনি যোগ দিতে চলেছেন সিপিআই(এম)-এ৷

বিজেপির রাজ্য কমিটির সদস্য ছিলেন রাজাসেনন। বিজেপি ছাড়ার পরেই সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক এমভি গোবিন্দনের সাথে দেখা করেন তিনি। এখন, বাম দলে তাঁর যোগদান সময়ের অপেক্ষা।

১৯৮৪ সাল থেকে চার দশকের ক্যারিয়ারে প্রায় ৩৭ টি মালায়ালাম চলচ্চিত্র পরিচালনা করেছেন চৌষট্টি বছরের রাজসেনন। প্রখ্যাত মালায়লাম অভিনেতা জয়ারামের (Jayaram) সঙ্গে তিনি প্রায় ১৬ চলচ্চিত্রে কাজ করেছেন, যার বেশিরভাগই বক্স অফিসে হিট হয়েছে।

২০১৬ সালে বিজেপিতে যোগ দেন রাজসেনন। এরপর, আরুভিক্কারা বিধানসভা আসন থেকে বিজেপির প্রার্থী হন। মোট ২০,০০০ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন তিনি।

বিজেপিতে যোগ দানের পরে রাজ্য কমিটিতে তাঁকে জায়গা দেওয়া হয়। কিন্তু, দলে তেমন কোনও গুরুদায়িত্ব না পাওয়ায় অসন্তুষ্ট হন তিনি।

অবশেষে, সিপিআই(এম) থেকে ইতিবাচক সংকেত পান তিনি। তারপরেই শাসক দলে যোগদানের সিদ্ধান্ত নেন চলচ্চিত্র পরিচালক রাজাসেনন।

-With IANS Inputs

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in