হিমাচল প্রদেশের মান্ডি সংসদীয় আসনের বিজেপি সাংসদ রাম স্বরূপ শর্মার দেহ উদ্ধার হল দিল্লিতে তাঁর বাসভবন থেকে। বুধবার সকালে তাঁর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই সাংসদের মৃত্যুতে বাতিল করা হয়েছে সংসদীয় দলের বৈঠক।
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। তাঁকে এদিন সকালে তাঁর দিল্লির বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানা গেছে। যদিও পুলিশ সূত্রের খবর অনুসারে এখনও পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে ২০১৪ সালে বিজেপির প্রার্থী হিসেবে প্রথম নির্বাচিত হন রাম স্বরূপ শর্মা। ২০১৯ সালেও তিনি পুনরায় নির্বাচিত হন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এদিন সকালে তাঁর ব্যক্তিগত সহায়ক পুলিশকে জানান – তাঁর ঘরের দরজা বন্ধ এবং ডাকলেও তিনি সাড়া দিচ্ছেন না।
আরএসএস-এর সক্রিয় সদস্য রাম স্বরূপ শর্মা ১৯৫৮ সালের ১০ জুন মান্ডিতে জন্মগ্রহণ করেন। প্রথমে মান্ডি জেলা বিজেপির সঙ্গে যুক্ত হবার পর পরবর্তী সময়ে তিনি হিমাচল প্রদেশ রাজ্য বিজেপিতে অন্তর্ভুক্ত হন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন