Manipur: মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর ডাকা জরুরি বৈঠকে গরহাজির ১৪ বিজেপি সহ ২৫ বিধায়ক

People's Reporter: জানা গেছে, কোনও কারণ না দেখিয়েই সাত বিজেপি বিধায়ক সহ এগারো জন এই বৈঠকে উপস্থিত হননি। এছাড়াও কুকি-জো বিধায়করা এই বৈঠকে যোগ দেননি।
মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর নেতৃত্ব জরুরি বৈঠক
মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর নেতৃত্ব জরুরি বৈঠক ছবি এন বীরেন সিং-এর এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর ডাকা জরুরি বৈঠকে ২৫ জন বিধায়কের অনুপস্থিতিতে গুঞ্জন শুরু হল রাজ্যের রাজনৈতিক মহলে। এই ২৫ জনের মধ্যে ১৪ জন বিজেপি বিধায়ক, যারা মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত হননি। যদিও বহু বিধায়কের অনুপস্থিতি সত্ত্বেও বৈঠক হয়েছে প্রায় তিন ঘণ্টা।

জানা গেছে, কোনও কারণ না দেখিয়েই সাত বিজেপি বিধায়ক সহ এগারো জন এই বৈঠকে উপস্থিত হননি। এছাড়াও কুকি-জো বিধায়করা এই বৈঠকে যোগ দেননি। ক’দিন আগেই সাত বিজেপি বিধায়ক সহ দশজন কুকি-জো বিধায়ক এক বিবৃতি প্রকাশ করে এন বীরেন সিং-এর প্রতি অনাস্থা জানিয়েছিলেন।

সূত্র অনুসারে, দুই জেডিইউ বিধায়ক, এক এনপিপি বিধায়ক এবং এক নির্দল বিধায়কও গতকালের বৈঠকে উপস্থিত হননি। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এক বিধায়ক জানিয়েছেন, এন বীরেন সিং সহ সাতাশ জন বিধায়ক গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন এবং ছ’জন বিধায়ক বৈঠকে অনুপস্থিতির কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন।

যদিও অন্য এক নেতা জানিয়েছেন, ওই বৈঠকে চোদ্দো বিজেপি বিধায়ক এবং পাঁচ এনপিপি বিধায়ক উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এক বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী ওয়াই খেমচাঁদ এই বৈঠকে উপস্থিত ছিলেন না।

বৈঠকের পরেই এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা এন বীরেন সিং জানান, আজকের বৈঠকে জিরিবামে নিরীহদের ওপর চালানো হত্যাকান্ডের নিন্দা জানানো হয়েছে। এই বৈঠকে আফস্পা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়াও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এবং দ্রুত শান্তি ফেরানোর বিষয়ে জরুরি আলোচনা হয়েছে।

রবিবারেই মণিপুরের বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় কনরাড সাংমার এনপিপি। এরপরেই জরুরি ভিত্তিতে এনডিএ-র বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। গতকালের এই বৈঠকের আগেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানান, যদি বীরেন সিং-কে পদ থেকে সরানো হয় সেক্ষেত্রে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে বিধায়কদের অনুপস্থিতি নিয়ে আক্রমণের রাস্তায় হেঁটেছে কংগ্রেস। দলের যোগাযোগ বিভাগের সম্পাদক জয়রাম রমেশ এই প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী ছাড়া এই বৈঠকে মাত্র ২৭ জনকে দেখা গেছে। যাদের মধ্যে ৪ জন বিধায়ক এনপিপি-র, যারা ইতিমধ্যেই সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছে।

রমেশ এক এক্স বার্তায় বলেন, দেওয়ালের লেখা খুব স্পষ্ট। কিন্তু মণিপুরের প্রধান সূত্রধর – কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব ছেড়ে যাকে সব দায়িত্ব দিয়েছেন তিনি কি এই লেখা পড়তে পেরেছেন?

মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর নেতৃত্ব জরুরি বৈঠক
Kailash Gahlot: আপ ত্যাগের ২৪ ঘন্টার মধ্যেই BJP-তে কৈলাস গেহলট, মুখ খুললেন কেজরিওয়াল
মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর নেতৃত্ব জরুরি বৈঠক
Manipur: থমথমে মণিপুর, বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার জোটসঙ্গী এনপিপি-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in