মণিপুরে নতুন করে হিংসার ঘটনায় মৃত্যু হল ৩ জনের। শুক্রবার সকালে নাগা অধ্যুষিত উখরুল জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে ৩ কুকি গ্রামীণ স্বেচ্ছাসেবক নিহত হন। নিহত ৩ জনের নাম হলেনসন বাইতে (২৪), থাংখোকাই হাওকিপ (৩৫) এবং জামখোগিন হাওকিপ (২৪)।
পুলিশ সূত্র অনুসারে থোয়াই কুকি গ্রামে এদিন সকালে কিছু অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতী প্রবেশ করে এবং পাহারারত গ্রামীণ স্বেচ্ছাসেবকদের গুলি করে। এঁরা নিজেদের গ্রাম পাহারার কাজে নিযুক্ত ছিলেন।
টাংখুল নাগা অধ্যুষিত উখরুল জেলায় সাম্প্রতিক মণিপুর হিংসার সময় সেভাবে কোনও ঘটনা ঘটেনি। যদিও এদিনের ঘটনায় মেইতেইদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। যদিও পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
উখরুলের এসপি নিংসেম ভাসুম জানিয়েছেন, এই ঘটনা কুকি ও মেইতেইদের মধ্যে চলা জাতি সংঘর্ষের কারণেই ঘটেছে। ঘটনার পরেই দ্রুত ওই অঞ্চলে নিরাপত্তাবাহিনী পৌঁছায়। দুষ্কৃতীরা ওই সময় এলাকা ছেড়ে পালিয়ে গেলেও তাঁদের সন্ধানে তল্লাশি চলছে।
তিনি আরও জানান, একটি প্রান্তিক গ্রামে ওই ঘটনা ঘটেছে। ওই গ্রাম থেকে খুব কাছের নিরাপত্তা চেক পোষ্ট ৩ কিলোমিটার দূরে অবস্থিত।
গত মে মাস থেকে চলা মণিপুরের জাতিগত হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ৬০ হাজার মানুষ ওই ঘটনার জেরে বাস্তুচ্যুত হয়েছে। গত এক সপ্তাহে মণিপুরে হিংসার ঘটনা না ঘটলেও এদিনের ঘটনায় উত্তেজনা আবার বাড়বে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, মণিপুর হিংসার তদন্তের জন্য সিবিআই-এর পক্ষ থেকে ৫৩ জন অফিসারকে মণিপুরে পাঠানো হয়েছে। এই দলে ২৯ জন মহিলা সদস্য আছেন। এই তদন্ত প্রক্রিয়ার মূল দায়িত্বে আছেন জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন