MGNREGA: ১০০ দিনের কাজে মজুরি বকেয়ার অভিযোগ! কেন্দ্রের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট

এদিন শীর্ষ আদালতে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, ‘দেশের MGNREGA কর্মীদের প্রায় ১৩ হাজার কোটি টাকার মজুরি বকেয়া রয়েছে।’
MGNREGA: ১০০ দিনের কাজে মজুরি বকেয়ার অভিযোগ! কেন্দ্রের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট
ফাইল চিত্র
Published on

মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিত (MNAREGA) প্রকল্পের অধীনে ১০০ দিনের কাজের প্রাপ্য মজুরি পাচ্ছেন না শ্রমিকেরা! এই অভিযোগ তুলে সম্প্রতি, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ‘স্বরাজ অভিযান’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর, সেই মামলার শুনানিতে গত বুধবার, কেন্দ্রকে নিজেদের বক্তব্য জানাতে বলেছে দেশের শীর্ষ আদালত।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১০০ দিনের কাজে কেন্দ্রের মজুরি বকেয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দারস্থ হয় ‘স্বরাজ অভিযান’। গত ১১ এপ্রিল, বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বাধীন বেঞ্চের কাছে এনিয়ে মামলা দায়েরর অনুমতি দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তারপরেই, এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি এহসানউদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি অজয় রস্তোগির বেঞ্চে।  

এদিন শীর্ষ আদালতে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, ‘দেশের MGNREGA কর্মীদের প্রায় ১৩ হাজার কোটি টাকার মজুরি বকেয়া রয়েছে।’ তিনি বলেন, ‘আমরা সেই শ্রমিকদের পক্ষে এসেছি, যারা কাজ করেছে কিন্তু গত ১৫ মাস ধরে নিজেদের প্রাপ্য মজুরি পায়নি।’

আদালতে প্রশান্ত ভূষণ বলেন, ‘যারা কাজ করতে চায়, সরকার তাদের কাজ দিচ্ছে না। সরকার তাঁদেরকে এই বলে কাজ দিচ্ছে না যে 'দেখুন, আমাদের কাছে কোনও তহবিল নেই তাই আমরা আপনাকে কোনও কাজ দিতে পারি না'। যদিও, এই আইনে তাদের বছরে ন্যূনতম ১০০ দিনের কাজ পাওয়ার অধিকার দেওয়া হয়েছে। এটি একটি চাহিদা-ভিত্তিক প্রকল্প।’

১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের বকেয়া টাকা আটকে দিয়েছে কেন্দ্র। এনিয়ে সরব হয়েছে রাজ্য সরকার। সেই প্রসঙ্গ টেনে এদিন আদালতে প্রশান্ত ভূষণ বলেন, ‘যদি দুর্নীতির কোনো অভিযোগ থাকে, তাহলে আইনের আওতায় এনে সেগুলিকে তদন্ত করতে পারে কেন্দ্র। সেই ক্ষমতা আছে কেন্দ্রীয় সরকারের কাছে। এগুলির তদন্ত করাও উচিত। কিন্তু, যে শ্রমিকরা ইতিমধ্যে কাজ করেছেন, কীভাবে তাদের বেতন আটকে দিতে পারে কেন্দ্র?’

এরপরেই, এই মামলা নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে একটি নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে, শীর্ষ আদালত জানিয়েছে,'অবশেষে সুবিধাভোগীদের তাদের বকেয়া পেতে হবে। স্কিমটিকে আরও বাস্তব ও অর্থবহ করতে কেন্দ্রকে তার পরামর্শ দিতে হবে'।

এই মামলার পরবর্তী শুনানি হবে- আগামী জুলাই মাসে।

MGNREGA: ১০০ দিনের কাজে মজুরি বকেয়ার অভিযোগ! কেন্দ্রের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট
Maharashtra: 'অজিত পাওয়ার যদি BJP-তে যোগ দেন, তাহলে...', হুঁশিয়ারি সিন্ধে গোষ্ঠীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in