বানভাসি দক্ষিণবঙ্গের একাংশ। এই পরিস্থিতির জন্য ডিভিসি (দামোদর ভ্যালি করপরেশন)-কে দুষছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির ছাড়া জলেই প্লাবিত হয়েছে এলাকা বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি, ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে পাল্টা রাজ্যকে আক্রমণ করল কেন্দ্র সরকারের জল শক্তি মন্ত্রক। কেন্দ্রের বক্তব্য, জল ছাড়ার আগে রাজ্যকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জল ছাড়ার সিদ্ধান্ত নেয় দামোদর ভ্যালি জলাধার কমিটি। সেই কমিটিতে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিরা আছেন। কেন্দ্রীয় জল কমিশন ও ডিভিসিরও প্রতিনিধি রয়েছে সেই কমিটিতে। ১৪ সেপ্টেম্বর থেকে মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ার আগে ডিভিসি ও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। কখন কী পরিমাণ জল ছাড়া হবে, তা-ও আগেভাগে জানানো হয়েছে।
কেন্দ্রের প্রশ্ন, নবান্ন আগে থেকে জল ছাড়ার খবর পাওয়ার পরেও তা কেন স্বীকার করে নিচ্ছে না? কেন ডিভিসি-র উপর সমস্ত অভিযোগ আরোপ করা হচ্ছে?
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পুর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে এই বন্যা ‘ম্যান মেড’ বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এমনকি, ডিভিসি জল ছাড়া বন্ধ না করলে ডিভিসির সঙ্গে আর সম্পর্ক রাখবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী কমিটি থেকে প্রতিনিধি সরিয়ে নেবে রাজ্য সরকার? যদিও এই বিষয়ে মুখ খোলেননি কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের কর্তারা।
কেন্দ্রের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, প্রথমে পশ্চিমবঙ্গ ও পরে ঝাড়খণ্ডের উপরে নিম্নচাপ তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গের দামোদর উপত্যকায় ১৪ ও ১৫ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হয়। তার পরে ঝাড়খণ্ডে ১৫ ও ১৬ সেপ্টেম্বর প্রবল বৃষ্টি হয়। ১৭ তারিখ থেকে বৃষ্টি কমে গেলেও দক্ষিণবঙ্গের দামোদর, মুণ্ডেশ্বরী নদী বিপদসীমার উপর দিয়ে বইছিল। দামোদরের সঙ্গে যুক্ত শীলাবতী, কংসাবতী, দ্বারকেশ্বর নদীতেও জল ভর্তি ছিল। এই পরিস্থিতিতে ডিভিসির পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়া হয়েছে সাড়ে তিন লক্ষাধিক কিউসেক। ১৯ সেপ্টেম্বর সকালেও ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন