ব্রিটেনের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্র। বিদেশের মাটিতে দাঁড়িয়ে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার, সান ফ্রান্সিসকোয় প্রবাসী ভারতীয়দের সামনে মোদী ও তাঁর সরকারে থাকা মানুষদের ‘সবজান্তা’ বলেও কটাক্ষ করেন তিনি।
এদিন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় সমাজকর্মী, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের কাছে বর্তমান ভারতের ছবি তুলে ধরার চেষ্টা করেন রাহুল গান্ধী। আর, তা করতে গিয়ে তীক্ষ্ণ ভাষায় মোদী ও মোদী সরকারকে কটাক্ষ করেন তিনি।
প্রধানমন্ত্রী মোদীর মানসিকতার কথা বলতে গিয়ে রাহুল বলেন, ‘আমার মনে হয়, আপনি যদি মোদীজিকে ঈশ্বরের সামনে বসিয়ে দেন, তাহলে তিনি ঈশ্বরকেই বোঝানো শুরু করে দেবেন, কী করে মহাবিশ্ব কাজ করছে! এবং ঈশ্বরও বিভ্রান্ত হয়ে ভাবতে বসবেন, আমি কী সৃষ্টি করলাম! এটা খুবই হাস্যকর একটি ব্যাপার, কিন্তু বাস্তবে এটাই চলছে।’
প্রাক্তন ওয়েনাড সাংসদ আরও বলেন, ভারত এমন একদল লোকের দ্বারা পরিচালিত হচ্ছে, যাঁদের ‘সবজান্তা রোগ’ আছে।
রাহুল বলেন, ‘পৃথিবী এতই সুবিশাল, জটিল যে একজন ব্যক্তির পক্ষে সবটা বোঝা খুব কঠিন। তবে, ভারতে কিছু লোক আছেন যারা মনে করেন যে তাঁরা সব কিছু বোঝেন। তাঁরা বিজ্ঞানীকে বিজ্ঞান বুঝিয়ে দিচ্ছেন, ইতিহাসবিদকে ইতিহাস পড়িয়ে দিচ্ছেন, এমনকি সেনাবাহিনীকে যুদ্ধ করাও শিখিয়ে দিচ্ছেন। এর মূলে রয়েছে মধ্যমেধা, এঁরা আসলে কিছুই জানেন না। আসলে, জীবনে আপনি কিছুই বুঝতে পারবেন না যদি না আপনি অন্যের কথা শুনতে তৈরি থাকেন।’
ভারতে ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদের উপর আক্রমণ হচ্ছে বলে দাবি করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘ভারতে বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে একসাথে বড় হয়েছি আমরা। এবং বর্তমানে এটির উপরেই আক্রমণ করা হচ্ছে। ভারতে (মহাত্মা) গান্ধী জি এবং গুরু নানক জির মতো লোকেরা ছিলেন, তাঁরা নিজেদের সবজান্তা বলে জাহির করতেন না।’
মঙ্গলবার, ছয় দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারপার্সন স্যাম পিত্রোদা ও আইওসির অন্যান্য সদস্যরা।
দলীয় সূত্রে খবর, বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের লাইনে ঘণ্টাদুয়েক দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী।
এসময় একই ফ্লাইটের অনেক যাত্রীই তাঁর সঙ্গে সেলফি তোলেন। অনেকে জিজ্ঞাসা করেন, কেন তিনি লাইনে দাঁড়িয়ে আছেন? জবাবে কংগ্রেস নেতা রাহুল বলেন, 'আমি একজন সাধারণ মানুষ। আমি এটা পছন্দ করি। আমি আর সাংসদ নই।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন