'আদানি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে চায় সরকার। তাই, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) চালু করার বিষয়ে নিজেদের দায় এড়িয়ে যাচ্ছে সরকার।' রবিবার, হিন্দুস্তান টাইমসের সাপ্তাহিক টক শো 'দ্য ইন্টারভিউ'তে এমনই বিস্ফোরক মন্তব্য করেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক।
তিনি বলেন, 'আদানি বড় বড় গোডাউন তৈরি করেছে আর সস্তায় কৃষিপণ্য কিনেছে।' মালিক জোর দিয়ে বলেন, 'আসলে তিনি (আদানি) দেশ কিনছেন (আব তো দেশ খারেদ রাহা হ্যায়)।'
গত শুক্রবারই, কেন্দ্রকে নিশানা করে সত্যপাল মালিক বলেন, মোদী সরকার কৃষকদের ধ্বংস করেছে এবং ব্যবসায়ী আম্বানি ও আদানির পক্ষে কাজ করছে। এই 'আদানি - আম্বানি'রা আলুর পচা বস্তার মতো, যাদের কখনই 'শেঠ' (Seth) বলা যায় না। একদিন না পেরোতেই, রবিবার MSP ইস্যুতে মুখ খুলে মোদী সরকারের অস্বস্তি বাড়ালেন সত্যপাল মালিক।
ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন কৃষকেরা। আগামী ২৩ নভেম্বর, MSP-সহ একাধিক দাবীতে দেশজুড়ে সমাবেশের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা (SKM)।
বেশ কিছু দিন ধরেই মোদী সরকারের নীতি ও কার্যকলাপ নিয়ে সরব হয়েছেন মেঘালয়ের রাজ্যপাল। যার জেরে প্রধানমন্ত্রীর 'গুডবুক' থেকে বাদ পড়েছেন তিনি। এমনকি, দলের অন্দরের রাজনীতির জন্য উপরাষ্ট্রপতি হতে পারেননি সত্যপাল।
গত শনিবার, সত্যপাল মালিক দৃঢ় স্বরে বলেন,'আমাকে আগে থেকেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিলেই আমি উপরাষ্ট্রপতি হতে পারব। কিন্তু আমি সেটা শুনিনি।'
প্রায় একই ভঙ্গিতে রবিবার, হিন্দুস্তান টাইমসের সাপ্তাহিক 'টক শো'-তে কথা বলেন মেঘালয়ের রাজ্যপাল। দেশে চলমান অস্থিরতার জন্য রাজনীতির কারবারিদের দায়ী করে সত্যপাল বলেন, 'রাজনীতি এখন বেশিরভাগ রাজনীতিবিদদের জন্য একটি 'ব্যবসা' হয়ে দাঁড়িয়েছে। এটি আগে একটি মিশন ছিল, তারপর এটি ক্যারিয়ারে পরিণত হয়েছিল, কিন্তু এখন তা ব্যবসা ছাড়া কিছুই নয়।'
শুধু তাই নয়, বিজেপি ও প্রধানমন্ত্রীর দাবিকে উড়িয়ে এদিন সত্যপাল বলেন, 'স্বাধীনতার পরে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে আরও আশা করা হয়েছিল।' যেখানে বিজেপি ও মোদী দাবি করে আসছে, 'দেশে গত ৭৫ বছরে কিছুই অর্জিত হয়নি।' একইসঙ্গে তিনি জানান, 'রাজপথের নাম পরিবর্তন করে কার্তব্য পথ করার কোনও দরকার ছিল না।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন