হরিয়ানা পুলিশের হাতে আটক হলেন স্বঘোষিত গোরক্ষক তথা বজরং দল নেতা মনু মানেসর। মঙ্গলবার সকালে মানেসরকে হেফাজতে নিয়েছে হরিয়ানা পুলিশ। তাঁর বিরুদ্ধে রাজস্থানে জোড়া খুন এবং হরিয়ানার সাম্প্রতিক জাতিগত প্রতিহিংসার ঘটনায় মদত দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে।
যদিও হরিয়ানা পুলিশ সূত্রে খবর, মানেসরের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে। ফলে এদিনই সন্ধ্যের পর জামিনে মুক্তি পেয়ে যেতে পারেন ওই গোরক্ষক নেতা। যদিও তারপরেই রাজস্থান পুলিশ তাকে জোড়া খুনের মামলায় হেফাজতে নিতে পারে বলে জানা গিয়েছে।
গত ৩১ জুলাই হরিয়ানার নুহতে বিশ্ব হিন্দু পরিষদের তরফে আয়োজিত এক পদযাত্রা থেকেই প্রাথমিকভাবে জাতিগত হিংসা ছড়ায়। পরবর্তীতে সেই হিংসা গুরগাঁও-সহ রাজ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। এই হিংসার ঘটনায় অন্ততপক্ষে ৬ জন প্রাণ হারান। ওই পদযাত্রায় স্বঘোষিত গোরক্ষক তথা বজরং দল নেতা মনু মানেসরের যোগ দেওয়ার জল্পনাই হিংসায় উস্কানি দিয়েছে বলে অভিযোগ পুলিশের। পদযাত্রার কয়েকদিন আগেই মানেসর তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ওই পদযাত্রায় যোগ দেওয়ার কথা জানান। এমনকি তাঁর অনুগামীদেরও বিশাল সংখ্যায় যোগ দিতে বলেন।
এই অভিযোগেই মঙ্গলবার সকালে হরিয়ানা পুলিশ আটক করেছে মানেসরকে। হরিয়ানা পুলিশ সূত্রে খবর, মানেসরকে তথ্য-প্রযুক্তি আইনের জামিনযোগ্য ধারায় হেফাজতে নেওয়া হয়েছে। তাই এদিন সন্ধ্যের পরেই জামিনে মুক্তি পেয়ে যেতে পারেন মনু।
যদিও জোড়া খুনের মামলায় তাকে হেফাজতে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে রাজস্থান পুলিশ। মরুরাজ্যের ভরতপুর জেলার এসপি মৃদুল কাচাওয়া জানিয়েছেন, “হরিয়ানা পুলিশে কর্মরত আমাদের সহকর্মীরা জানিয়েছে যে মনু মানেসরকে তারা আটক করেছে। তাঁদের যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরেই আমরা আমাদের কাজ শুরু করব।”
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে রাজস্থানে দুই মুসলিম ব্যক্তিকে খুনের মামলায় অন্যতম অভিযুক্ত মনু মানেসর। গত ১৫ ফেব্রুয়ারি মরুরাজ্যের ভরতপুর জেলার বাসিন্দা নাসির (২৫) এবং জুনেদকে (৩৫) প্রথমে অপহরণের অভিযোগ ওঠে মনু ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। পরের দিন হরিয়ানার ভিওয়ানি জেলার লোহারুতে একটি জ্বলন্ত গাড়ির মধ্যে ওই দুই মুসলিম ব্যক্তির দেহ পাওয়া যায়। তারপরেই অপহরণের পাশাপাশি মনু মানেসরের নামে খুনের মামলাও দায়ের করে রাজস্থান পুলিশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন