বিমানে বোমা হামলার হুমকির রেশ কাটছেই না। শুক্রবার থেকে শনিবারের মধ্যে, ২৪ ঘন্টায় ১০ টিরও বেশী এমন হুমকি ফোন এসেছে। এমনকি এই হুমকি ফোনের জেরে বিমানের জরুরী অবতরণও করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ইন্ডিগো এবং আকাসা এয়ারের ১০ টি বিমান এমন ফোন পেয়েছে। এছাড়া ভিস্তারার তিনটি এবং এয়ার ইন্ডিয়ার একটি বিমানে হুমকির ফোন এসেছে।
শনিবার ভোরে ভিস্তারা এয়ারের তিনটি বিমানে বোমা রাখা হয়েছে বলে হুমকি ফোন আসে। সম্পূর্ণ তল্লাশির পর কোনও সন্দেহজনক কিছু মেলেনি। এছাড়া এদিন সকালে দিল্লি-লন্ডন ভিস্তারা বিমানে হুমকি ফোন আসে। বিমানটি জরুরী ভিত্তিতে ফ্রাঙ্কফুর্টে অবতরণ করানো হয়। জানা গেছে, সেখানে বিমানটি সম্পূর্ণ তল্লাশি করা হয়। কিন্তু কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
এছাড়া ভিস্তারার আরও দুটি বিমান UK21 দিল্লি-প্যারিস এবং UK161 দিল্লি-হংকং-ও একইরকম হুমকি ফোন পায়। দিল্লি থেকে প্যারিসগামী বিমানটি একটি বিছিন্ন উপসাগরে সিকিউরিটি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। কিছুই পাওয়া যায়নি। জানা গেছে, বিমানটি প্যারিসের চালর্স ডি গোল বিমানবন্দরের নিরাপদে অবতরণ করেছে। এছাড়া হংকং গামী বিমানটিও হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
অন্যদিকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুবাই থেকে জয়পুরে আসছিল ৷ তাতে ১৮৯ জন যাত্রী ছিলেন৷ ওই বিমানে বোমা রাখা আছে বলে হুমকি-মেইল করা হয়৷ জয়পুরে বিমানটিতে নিরাপত্তাবাহিনী তল্লাশি চালিয়ে কিছুই পাননি।
এছাড়া ইন্ডিগোর যে বিমানগুলি হুমকি পেয়েছে তার মধ্যে রয়েছে মুম্বাই থেকে ইস্তাম্বুল পর্যন্ত 6E 17, দিল্লি থেকে ইস্তাম্বুল 6E 11 এবং যোধপুর থেকে দিল্লি পর্যন্ত বিমান 6E 184।
আকাসা এয়ার জানিয়েছে QP 1366 বিমানটি শুক্রবার বেঙ্গালুরু থেকে মুম্বাই যাওয়ার জন্য নির্ধারিত সময়ে প্রস্থানের কিছুক্ষণ আগে একটি হুমকি বার্তা পায়। শনিবার এয়ারলাইনের এক মুখপাত্র হুমকি বার্তা পাওয়ার কথা স্বীকার করলেও, এখনও সঠিক সংখ্যা সংখ্যা বলেন নি।
রিপোর্ট বলছে, সোমবার থেকে এখনও পর্যন্ত অন্তত ৭০টি বিমান এই হুমকি ফোন পেয়েছে। কিন্তু তল্লাশির পর তেমন কিছু পাওয়া যায়নি।
অন্যদিকে, এই বোমা হুমকির ঘটনায় ইতিমধ্যেই ১৭ বছরের এক ছেলেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। জানা গেছে, যে যন্ত্রগুলি ব্যবহার করে হুমকি পাঠানো হয়েছে সেগুলির কিছু আইপি অ্যাডড্রেস লন্ডন-সহ বিদেশের বিভিন্ন জায়গায় রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন