MSP: ‘কুরুক্ষেত্রে’ আন্দোলনরত সূর্যমুখী কৃষকদের উপর ব্যাপক লাঠিচার্জ হরিয়ানা পুলিশের

BKU সভাপতি চারুনী অভিযোগ করেন, সূর্যমুখীর জন্য ৬৪০০ টাকার MSP ঘোষণা করলেও, সেই মূল্যে ফসল সংগ্রহ করছে না সরকার।
পুলিশের লাঠিচার্জ
পুলিশের লাঠিচার্জছবি - সংগৃহীত
Published on

‘কুরুক্ষেত্রে’ আন্দোলনরত সূর্যমুখী কৃষকদের উপর আক্রমণ চালাল হরিয়ানা পুলিশ। মঙ্গলবার, ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) সূর্যমুখী সংগ্রহের দাবিতে আন্দোলনে নামেন কৃষকরা। আন্দোলনের নেতৃত্ব দেয় ভারতীয় কিষান ইউনিয়ন (চারুনি)। সারাদিন অবরুদ্ধ হয়ে পড়ে কুরুক্ষেত্রের শাহাবাদে ৪৪ নম্বর জাতীয় সড়ক। সূত্রের খবর, সূর্যমুখী কৃষকদের এই আন্দোলন দমাতে তাঁদের উপর লাঠিচার্জ, জলকামান ব্যবহার করেছে মনোহার লাল খট্টরের পুলিশ।

ন্যূনতম সহায়ক মূল্যের থেকেও কম দামে সূর্যমুখী সংগ্রহ করেছে বিজেপি শাসিত হরিয়ানা সরকার। এর ফলে প্রবল ক্ষতির সম্মুখীন হচ্ছেন সূর্যমুখী কৃষকরা। তারই প্রতিবাদে মঙ্গলবার, BKU (চারুনি) সভাপতি গুরনাম সিং চারুনি (Gurnam Singh Charuni)-র নেতৃত্বে রাস্তায় নামেন কয়েক হাজার কৃষক। মহাপঞ্চায়েত করার জন্য শাহাবাদে জড়ো হন তাঁরা।

দুপুর ১২.৩০ নাগাদ, জাতীয় সড়কের দিকে যাত্রা শুরু করেন বিক্ষুব্ধ কৃষকরা। তারপর একটি ফ্লাইওভারে অবস্থান নেন তাঁরা। অবরুদ্ধ হয়ে পড়ে শাহাবাদে ৪৪ নম্বর জাতীয় সড়ক। সন্ধ্যা ৭টার সময় কৃষকরা অবরোধ তুলেতে রাজি না হওয়ায়, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। লাঠিচার্জ করারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

BKU সভাপতি চারুনী অভিযোগ করেন, সূর্যমুখীর জন্য ৬৪০০ টাকার MSP ঘোষণা করলেও, সেই মূল্যে ফসল সংগ্রহ করছে না সরকার।

তিনি বলেন - ‘তেলের দাম কমে যাওয়ার কারণে লোকসানের কথা বলে, প্রতি কুইন্টালের ক্রয় মূল্য হিসাবে মাত্র ৪৮০০ টাকা দিচ্ছে সরকার। আর, ভাবান্তর ভরপাই স্কিমের অধীনে আরও ১০০০ টাকা দেওয়া হচ্ছে ৷ ফলে, ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) তুলনায় কৃষকদের ৬০০ টাকার ক্ষতি হচ্ছে।’

চারুনি বলেন, একবার যদি সরকারকে MSP-র নীচে সূর্যমুখী সংগ্রহের অনুমতি দেওয়া হয়, তাহলে অন্যান্য ফসলের জন্যও একই কৌশল অবলম্বন করবে সরকার। জানা যাচ্ছে, পুলিশের আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন কৃষক। পাশাপাশি, গুরনাম সিং, পঙ্কজ হাবানা, রাকেশ বেইনস এবং জসবীর সিং মামুমাজরা সহ বেশ কয়েকজন কৃষক নেতাকে আটক করা হয়েছে।

পুলিশের লাঠিচার্জ
Wrestlers Protest: যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের পাশে উত্তরপ্রদেশের রাজপুতরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in