Kejriwal: 'আমার মনোবল ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে' - জেলমুক্তি পরই নাম না করে বিজেপিকে নিশানা কেজরিওয়ালের

People's Reporter: কেজরিওয়াল জানান, আমার জীবন এই দেশ এবং দেশের মানুষের প্রতি উৎসর্গ করা। আমি জীবনে অনেক কষ্ট ও সংগ্রামের মুখোমুখি হয়েছি। কিন্তু আমি সর্বদা সত্যের পথে হেঁটেছি বলে ঈশ্বর আমার সঙ্গে আছেন।
জেলমুক্তির পর মায়ের সাথে অরবিন্দ কেজরিওয়াল
জেলমুক্তির পর মায়ের সাথে অরবিন্দ কেজরিওয়ালছবি - সংগৃহীত
Published on

ছ’মাস পর অবশেষে জেল থেকে মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সন্ধ্যায় স্ত্রী সুনীতা কেজরিওয়াল, আপের কর্মী-সমর্থক ও শীর্ষ নেতারা তাঁকে তিহার জেলের বাইরে স্বাগত জানান। জেলের মধ্যে থেকে যে তাঁর মনোবল একটুও কমেনি তা সকলকে জানান কেজরিওয়াল।

দিল্লির আবগারি দুর্নীতিতে ইডির পর এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন তিনি। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ আপ সুপ্রিমোর জামিন মঞ্জুর করে। সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে কর্মী-সমর্থক ও শীর্ষ নেতাদের উদ্দেশ্যে কেজরিওয়াল বলেন, “এত বৃষ্টির মধ্যে আপনারা আমাকে স্বাগত জানাতে এসেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জীবন এই দেশ এবং দেশের মানুষের প্রতি উৎসর্গ করা। আমি জীবনে অনেক কষ্ট ও সংগ্রামের মুখোমুখি হয়েছি। কিন্তু আমি সর্বদা সত্যের পথে হেঁটেছি বলে ঈশ্বর আমার সঙ্গে আছেন”।

নাম না করে বিজেপিকে আক্রমণ করে কেজরিওয়াল জানান, “এরা আমাকে কারাগারে বন্দী করে ভেবেছিল আমার মনোবল ভাঙতে পারবে। কিন্তু জেল থেকে বেরিয়ে আসার পর আমার মনোবল আরও ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে। ঈশ্বর আমাকে যে পথ দেখিয়েছেন আমি সেই পথেই চলব এবং জনগণের সেবা করে যাব। যারা দেশকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে”।  

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে প্রথমে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আপ প্রধান। গত ৫ সেপ্টেম্বর সেই মামলার শুনানি শেষ হয় বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। শুক্রবার সেই মামলায় কেজরিওয়ালকে জামিন দেয় ডিভিশন বেঞ্চ। এর আগে গত ১২ জুলাই ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন কেজরিওয়াল।

উল্লেখ্য, গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। এরপর ২৫ জুন ওই একই মামলায় তিহার জেলের মধ্যেই কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। 

জেলমুক্তির পর মায়ের সাথে অরবিন্দ কেজরিওয়াল
Governor Vs CM: মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত রাজ্যপালের, পাল্টা জবাব কুণালের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in