নিয়োগ নেই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা SFIO-তে খালি ৬৩ শতাংশ আসন!

কেন্দ্রীয় মন্ত্রী ইন্দ্রজিৎ সিং জানান, ‘এসএফআইও-র মোট অনুমোদিত পদের সংখ্যা ২৩৮ টি। এর মধ্যে ৮৮ টি পূরণ করা হয়েছে এবং ১৫০ টি শূন্যপদ পূরণ হয়নি এখনও।’
নিয়োগ নেই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা SFIO-তে খালি ৬৩ শতাংশ আসন!
Published on

কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীন একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হল - ‘প্রসিকিউটর সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও)। দীর্ঘদিন এই অফিসে কর্মী নিয়োগ করছে না কেন্দ্র সরকার। খালি পড়ে রয়েছে ৬৩ শতাংশ আসন। এটি কোনও বিরোধী দলের অভিযোগ নয়। সোমবার, এক লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রের কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং।

কেন্দ্রীয় মন্ত্রী ইন্দ্রজিৎ সিং জানান, ‘এসএফআইও-র মোট অনুমোদিত পদের সংখ্যা ২৩৮ টি। এর মধ্যে ৮৮ টি পূরণ করা হয়েছে এবং ১৫০ টি শূন্যপদ পূরণ হয়নি এখনও।’ এরপরেই তিনি বলেন, এসএফআইও-তে ২৩৮ অনুমোদিত পদের মধ্যে ১০৫ টি পদ নতুন ভাবে যুক্ত করা হয়েছে, যেগুলি সম্প্রতি ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুমোদন করেছে কেন্দ্র।

তিনি জানান, ‘সাধারণত এই পদগুলি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) মাধ্যমে পূরণ করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছু সময় লাগে।'

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, বর্তমানে সারা দেশে এসএফআইও-এর বিভিন্ন ইউনিটের অধীনে ৯২ টি মামলা রয়েছে। যেগুলি, খুবই জটিল এবং গুরুতর। তাই, এই মামলাগুলি নিয়ে ডেটা সংগ্রহ সহ সুক্ষ এবং গভীরভাবে তদন্তের প্রয়োজন৷

নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সম্পূর্ণ করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালাচ্ছে এসএফআইও বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

এসএফআইও (SFIO) হল একটি মাল্টি-ডিসিপ্লিনারি সংস্থা। অ্যাকাউন্টেন্সি (accountancy), ফরেনসিক অডিটিং (forensic auditing), ব্যাঙ্কিং (banking), আইন (law), তথ্যপ্রযুক্তি (information technology), তদন্ত (investigation), কোম্পানি আইন (company law) বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি সংস্থা।

এই সংস্থার প্রধান বা ডিরেক্টর হিসাবে থাকেন কেন্দ্রের যুগ্ম সচিবের পদমর্যাদায় কোনও ব্যক্তি। যিনি অতিরিক্ত পরিচালক (Additional Directors), যুগ্ম পরিচালক (Joint Directors), উপ-পরিচালক (Deputy Directors), সিনিয়র সহকারী পরিচালক (Senior Assistant Directors), সহকারী পরিচালক প্রসিকিউটর (Assistant Directors Prosecutors) ও অন্যান্য সকল কর্মীদের নিয়োগ করে থাকেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in