Mallikarjun Kharge: দূরদর্শিতা বা অভিমুখ কিছুই নেই - রাষ্ট্রপতি মুর্মুর ভাষণের সমালোচনায় খাড়গে

People's Reporter: মল্লিকার্জুন খাড়্গে বলেন, এ বছর রাষ্ট্রপতির দুটি ভাষণের একটিতেও দলিত, সংখ্যালঘু এবং অনগ্রসর শ্রেণির জন্য কিছুই ছিল না।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেফাইল ছবি সংগৃহীত
Published on

চলতি অধিবেশনে রাজ্যসভায় ধন্যবাদ প্রস্তাবের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের কড়া নিন্দা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি দাবি করেন, “রাষ্ট্রপতির ভাষণে দূরদর্শিতা বা অভিমুখ কিছুই নেই।“

সোমবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব দেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। সেই সময় তিনি বলেন, "রাষ্ট্রপতি সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।  আমরা রাষ্ট্রপতিকে সম্মান করি। এ বছর রাষ্ট্রপতির প্রথম ভাষণ ছিল জানুয়ারিতে এবং দ্বিতীয়টি জুনে। প্রথম ভাষণটি ছিল নির্বাচনের জন্য এবং দ্বিতীয়টি ছিল তার একটি অনুলিপি। তাঁর দুটি ভাষণের একটিতেও দলিত, সংখ্যালঘু এবং অনগ্রসর শ্রেণির জন্য কিছুই ছিল না। গতবারের মতো এবারও এটি ছিল সরকারের প্রশংসার শব্দে পরিপূর্ণ।“

এদিন মল্লিকার্জুন খাড়্গে শুধু রাষ্ট্রপতিকেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন। তিনি বলেন, “বিরোধী দলগুলি যখন সাধারণ মানুষের কথা বলে, তখন প্রধানমন্ত্রী মোদী কেবল তাঁর 'মন কি বাত' করেন।“

খাড়্গে বলেন, “মোদী কেবল ভাষণ দিতেই বিশেষজ্ঞ। গত এক বছর ধরে মণিপুর হিংসা ঘটনায় একবারও সে রাজ্যে যাননি তিনি।“ এমনকি ভোটের সময় মোদী তাঁর ভাষণের মাধ্যমে সমাজকে বিভক্ত করার চেষ্টা করেন বলেও অভিযোগ তোলেন খাড়্গে।

তিনি রাজ্যসভার স্পিকারের কাছে মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকর এবং অন্যান্য বিশিষ্ট নেতাদের মূর্তিগুলি সংসদে তাদের আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। দেশজুড়ে চলমান নিট দুর্নীতি এবং দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়া সহ অন্যান্য পরিকাঠামো ভেঙে পড়া নিয়েও সবর হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
Bharatiya Nyaya Sanhita: চালু আইনব্যবস্থাকে ‘বুলডোজিং’ - নতুন আইন নিয়ে কেন্দ্রের সমালোচনায় চিদাম্বরম
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
পুরুষদের বাড়িতেই মদ খেতে বলুন, আসক্তি কমাতে স্ত্রীদের নিদান মধ্যপ্রদেশের বিজেপি নেতার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in