Madhya Pradesh: স্বামীর সামনেই নববধূকে গণধর্ষণ! চাঞ্চল্যকর ঘটনা মধপ্রদেশে, গ্রেফতার ৭

People's Reporter: এমনকি অভিযুক্তরা গোটা ঘটনার ভিডিয়োও করে। পুলিশের কাছে অভিযোগ জানালে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার নববধূ
স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার নববধূছবি প্রতীকী সংগৃহীত
Published on

মাত্র কয়েকদিন আগেই বিয়ে হয়েছে। স্বামীর সাথে ঘুরতে বেরিয়েছিলেন নববধূ। তারপরই ঘটলো ভয়ঙ্কর ঘটনা। স্বামীর সামনেই গণধর্ষণের শিকার হলেন নববধূ। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে সাত জন অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে ২১ অক্টোবর, সোমবার, মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। নির্যাতিতার বয়স ১৯ বছর। সদ্য বিয়ে হয়েছে তাঁর। কলেজ ছাত্রী। পুলিশ সূত্রে খবর, সোমবার স্বামীর সঙ্গে পিকনিক স্পটে ঘুরতে যান ওই যুবতী। একটি বিষয়ে ঝামেলা হয় ওই দম্পতির। সেই সময় ওই পার্কে থাকা আট জন যুবক তাঁদের কাছে আসেন। তারপর যুবতীকে ক্রমাগত উত্ত্যক্ত করা শুরু করেন। স্বামী বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। এরপর স্বামীকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে তাঁর সামনেই ওই আট জন মিলে মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ।

এমনকি অভিযুক্তরা গোটা ঘটনার ভিডিয়োও করে। পুলিশের কাছে অভিযোগ জানালে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। রেওয়া জেলার ডেপুটি পুলিশ সুপার হিমালি পাঠক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। একটি এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি একজনের খোঁজ চলছে বলে জানা গেছে।

অন্যদিকে, এই ঘটনা সামনে আসতেই রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধী শিবির। মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘‘আমাদের এক মেয়েকে রাস্তায় নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে, আর মুখ্যমন্ত্রী ব্যস্ত রয়েছেন অনুষ্ঠানে।’’ 

স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার নববধূ
Maharashtra Polls 24: মহা বিকাশ আঘাদি ৯৫% আসনে সমঝোতা চূড়ান্ত করে ফেলেছে - শারদ পাওয়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in