'বিরোধীরা একজোট হলে লোকসভা ভোটে বিজেপি ১০০ আসনও পাবে না। বিরোধী দলগুলি কংগ্রেসের ডাকের অপেক্ষায় রয়েছে।' শনিবার, পাটনায় 'সেভ ডেমোক্র্যাসি, সেভ ইন্ডিয়া'র মঞ্চে এমনই মন্তব্য করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
মঞ্চে উপস্থিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীন কংগ্রেস নেতা সালমান খুরশিকে উদ্দেশ্য করে নীতীশ বলেন, 'আমি কংগ্রেসের বন্ধুদের বলব, যাত্রা (ভারত জোড়ো যাত্রা) সাফল্য পেয়েছে ঠিক কথা, কিন্তু তারা যেন এখানেই থেমে না যান।'
এরপরেই, তিনি বলেন, 'আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন। আমার পরামর্শ নিতে চাইলে বলব, একসঙ্গে লড়লে ওরা (বিজেপি) ১০০ আসনও পাবে না। আর যদি আমার পরামর্শ না মানতে চান - তা হলে যা হবে, তা আপনারা বুঝুন।'
নীতিশ কুমার জোর দিয়ে জানান, 'গত বছর এনডিএ থেকে বেরিয়ে আসার পর বিহারে অনেকটাই ব্যকফুটে চলে গিয়েছে বিজেপি। জাতীয় স্তরেও আমাদের একই রকম কিছু অর্জন করতে হবে।'
৭১ বছরের প্রবীণ রাজনীতিবিদ আবারও জানান, তাঁর নিজের জন্য কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই। তিনি বলেন, 'যদি আমার পরামর্শে মনোযোগ দেওয়া হয় তবে এটি দেশের জন্য লাভবান হবে। পাশাপাশি বিজেপির আধিপত্যবাদ থেকে নিষ্কৃতি পাবে অন্যান্য রাজনৈতিক দলগুলিও।'
বিজেপি এবং বিজেপি নেতাদের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, 'ইসি লোকসভা চুনাও মে এহি সাবসে আচ্ছা মওকা হে ইন লোগো সে মুক্তি মিলনে কা', অর্থাৎ, এই লোকসভা নির্বাচনই আসল সুযোগ এই লোকদের থেকে মুক্তি পাওয়ার।
দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেডিইউ প্রধান বলেন, 'দেশ ভাগের রক্তে ভেজা স্মৃতি সত্ত্বেও হিন্দু ও মুসলমানরা শান্তিতে বসবাস করেছিল এখানে (ভারতে)।'
আরএসএস (RSS)-কে খোঁচা দিয়ে তিনি জানান, 'যারা দেশের স্বাধীনতার সংগ্রামে কোনও ভূমিকা পালন করেনি, তারাই এখন ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করছে।'
নীতীশ কুমার, খুরশিদ ছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তৃতা রাখেন আরজেডি নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, সিপিআই (এমএল) লিবারেশনের নেতা দীপঙ্কর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন