তৃণমূলের সঙ্গে কোনও জোট নয়, কংগ্রেসের ক্ষতি করতেই গোয়া এসেছে তৃণমূল: কংগ্রেস

গোয়া প্রদেশ কংগ্রেসের স্পষ্ট অভিযোগ, তৃণমূলের গোয়ায় আসার কারণ কংগ্রেসের ক্ষতি করা।
তৃণমূলের সঙ্গে কোনও জোট নয়, কংগ্রেসের ক্ষতি করতেই গোয়া এসেছে তৃণমূল: কংগ্রেস
গ্রাফিক্স - নিজস্ব
Published on

বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আসার পর রাজ্যের বাইরে পা বাড়িয়েছে তৃণমূল। অপেক্ষাকৃত ছোট রাজ্য গোয়াতে দলের বিস্তার ঘটাতে উদ্যোগী হয়েছে। পাশাপাশি কংগ্রেসের সঙ্গে চলছে তৃণমূলের নানা মতদ্বৈরথ। নানা ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তারই প্রেক্ষিতে গোয়া প্রদেশ কংগ্রেস স্পষ্ট অভিযোগ জানাল যে, তৃণমূলের গোয়ায় আসার কারণ কংগ্রেসের ক্ষতি করা।

এদিন গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতি গিরীশ চোড়নকর বলেছেন, গোয়ায় তৃণমূলের সঙ্গে কখনই জোট নয়। এই চাপানউতোরের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন ফুটবলার আলভিটো ডি’কুনহা। চার্চিল আলেমাও তৃণমূলে যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, আগামী বছরের শুরুতেই গোয়ায় বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কংগ্রেসের সঙ্গে তো আমিও ছিলাম। কিন্তু কেন ছাড়লাম! বিজেপির সঙ্গে আপনার বন্ধুত্ব দেখে। বিজেপির সঙ্গে আপনারা সম্পর্ক তৈরি করেছেন ওদের বাঁচানোর জন্য। বিজেপির পাশাপাশি কংগ্রেসকে নিশানা করে মমতা বলেছেন, কোনও কোনও রাজনৈতিক দল নিজেদের জমিদার মনে করে। নিজেরাও করে না, কাউকে করতেও দেয় না।

তবে কৌশলে কংগ্রেসের দিকে জোটের রাস্তাও খোলা রাখছেন মমতা। কিন্তু তা হবে তৃণমূলের নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি কংগ্রেসের বিরুদ্ধে বলতে চাই না। যদি কংগ্রেস বিজেপিকে হারানোর জন্য কাজ করে, আমাদের আপত্তি নেই। আমরা গোয়ায় এমজিপি পার্টি, ফরওয়ার্ড পার্টিকে নিয়ে জোট করেছি। জোটে কংগ্রেস চাইলে যোগ দিতে পারে বলে আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তারা কোনও রকম ভোট ভাগ ভোট ভাগাভাগির রাস্তায় যেতে চান না। গিরিশের বক্তব্য, বিরোধী ভোট ভাগ করতে বিজেপিই তৃণমূলকে গোয়ায় এনেছে। বিজেপি চার্চিলের ক্লাবকে এক কোটি টাকা দিয়েছে।

তৃণমূলের সঙ্গে কোনও জোট নয়, কংগ্রেসের ক্ষতি করতেই গোয়া এসেছে তৃণমূল: কংগ্রেস
গোয়াতে কংগ্রেসের সঙ্গেই জোট চাইছে শিবসেনা, জাতীয় রাজনীতিতে ক্রমশ বন্ধু হারাচ্ছে তৃণমূল!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in