Rahul Gandhi: 'লোকসভা ভোটের পর বিজেপি বা নরেন্দ্র মোদীকে আর কেউ ভয় পায় না' - রাহুল গান্ধী

People's Reporter: রাহুল গান্ধী বলেন, আরএসএস বা বিজেপি চায় মহিলাদের কাজ কেবল খাবার রান্না করা, বাড়িতে থাকা, অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা।
আমেরিকা সফরে রাহুল গান্ধী
আমেরিকা সফরে রাহুল গান্ধীছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

মার্কিন সফরে গিয়ে বিজেপি এবং আরএসএসকে একযোগে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের পর বিজেপি এবং নরেন্দ্র মোদীকে আর কেউ ভয় পান না বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি আমেরিকার ডালাসে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তিনি বলেন, "লোকসভা ভোটের ফলপ্রকাশের কয়েক মিনিট পর থেকেই ভারতবাসী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপিকে ভয় পাচ্ছে না। এ এক বিরাট পাওয়া। শুধু রাহুল গান্ধী বা কংগ্রেস নয় ভারতের সকল জনগণ বুঝতে পেরেছিলেন যে সংবিধানের উপর আক্রমণ মেনে নেওয়া যাবে না"।

বিজেপির পাশাপাশি মহিলাদের সম্পর্কে আরএসএস-র ধারণা সকলের সামনে তুলে ধরেন রাহুল। কংগ্রেস সাংসদ বলেন, "বিজেপি বা আরএসএস বিশ্বাস করে মহিলাদের একটি নির্দিষ্টি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। তারা চায় মহিলাদের কাজ কেবল রান্না করা, বাড়িতে থাকা, অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা। কিন্তু আমরা বিশ্বাস করি মহিলারা যা যা করতে চান তাঁদের ইচ্ছার সম্মান জানানো উচিত।"

ভারতের ক্রমবর্ধমান বেকারত্ব নিয়েও বিদেশের মাটিতে সরব হন রাহুল। তাঁকে বলতে শোনা যায়, পশ্চিমে এবং ভারতে বেকারত্ব সমস্যা রয়েছে। তবে পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে বেকারত্বের সমস্যা নেই বা কম। যেমন চীনে বেকারত্বের জন্য কোনও সমস্যা নেই। ভিয়েতনামেও একই দৃশ্য দেখা যায়।

যদিও রাহুল গান্ধীকে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী। সর্বভারতীয় এক সংবাদ সংস্থায় তিনি বলেন, বিদেশের মাটিতে গিয়ে তিনি ভারত বিরোধী কার্যকলাপ করছেন। চীন সহ অন্যান্য ভারত বিরোধী শক্তিগুলির পরিকল্পনা তিনি বাস্তবায়িত করতে চাইছেন। রাহুল গান্ধী ভারতীয় মহিলাদের বিরুদ্ধে কথা বলেছেন। এই জন্যই তো ২০১৪, ২০১৯ এবং ২০২৪ পর পর তিনবার কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে ভারতের জনগণ। ২০২৯ সালেও তাঁদের প্রত্যাখ্যান করে মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবেন।

আমেরিকা সফরে রাহুল গান্ধী
স্বাস্থ্য দপ্তরে CPIM-এর লোক বসে আছে, বদলা চাইনা বলে কারও চাকরিতে হাত দিইনি: মুখ্যমন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in