অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে অ-হিন্দু কর্মীদের জন্য চালু হচ্ছে নয়া নিয়ম। যেখানে বলা হয়েছে অ-হিন্দু কর্মীদের হয় স্বেচ্ছায় অবসর নিতে হবে নয়তো তাঁদেরকে কোনও সরকারি দফতরে বদলি করা হবে। তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) ট্রাস্ট এই প্রস্তাব পাস করিয়েছে।
তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্ট। এই ট্রাস্টটি অন্ধ্রপ্রদেশ সরকার নিয়ন্ত্রিত। সম্প্রতি একটি প্রস্তাব পাস করিয়েছে ট্রাস্টটি। যার ফলে ৩ শতাধিক কর্মীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি যে সত্যি তা স্বীকার করে নিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান বি আর নাইডু।
গত ৩১ অক্টোবর নাইডুকে ট্রাস্টের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছিল। দায়িত্ব পেয়েই বি আর নাইডু বলেছিলেন, তিরুমালাতে যাঁরা কাজ করেন তাঁদের প্রত্যেককেই হিন্দু হওয়া উচিত। এটাই আমার প্রথম পদক্ষেপ। পাশাপাশি অ-হিন্দু কর্মীদের অন্য কোনও সরকারি পদে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে সরকারের সাথে আলোচনা করব।
মন্দিরের কাজে অ-হিন্দুদের অংশগ্রহণ নিয়ে তিন বার টিটিডির আইন সংশোধিত হয়েছিল। চন্দ্রবাবু নাইডু ক্ষমতা দখল করার পর অ-হিন্দুদের মন্দির থেকে সরানোর দাবি আরও জোরদার হয়। অভিযোগ করা হয় অ-হিন্দু কর্মচারীরা মন্দিরের প্রশাসনিক ক্ষমতায় রয়েছেন।
মন্দিরের কর্তৃপক্ষ সূত্রে খবর, বর্তমানে তিরুপতি মন্দিরে প্রায় ৭ হাজার জন স্থায়ী কর্মচারী এবং ১৪ হাজার চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে। এই সিদ্ধান্তের জেরে চাকরি যেতে পারে বা বদলি হতে পারেন প্রায় ৩০০ জন স্থায়ী কর্মচারীর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন