NSE Fraud Case: জালিয়াতি কান্ডে গ্রেপ্তার চিত্রা রামকৃষ্ণ, দু'সপ্তাহের হেফাজত চাইতে পারে সিবিআই

চিত্রা রামকৃষ্ণকে গ্রেপ্তার করলো CBI। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার চিত্রা রামকৃষ্ণকে রবিরার রাতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) গ্রেপ্তার করেছে।
চিত্রা রামকৃষ্ণ
চিত্রা রামকৃষ্ণফাইল ছবি, গালফ নিউজের সৌজন্যে
Published on

চিত্রা রামকৃষ্ণকে গ্রেপ্তার করলো সিবিআই। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) চিত্রা রামকৃষ্ণকে রবিরার রাতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) গ্রেপ্তার করেছে। জানা গেছে জিজ্ঞাসাবাদের জন্য চিত্রা রামকৃষ্ণকে আপাতত দুই সপ্তাহের হেফাজতে চাইতে পারে সিবিআই। NSE-এর কো-লোকেশন কেলেঙ্কারির মামলায় এটি দ্বিতীয় গ্রেপ্তার। রামকৃষ্ণকে তার দিল্লির বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সিবিআই সূত্র জানিয়েছে যে তাকে NSE-এর প্রাক্তন গ্রুপ অপারেটিং অফিসার (GOO) আনন্দ সুব্রামানিয়ানের সাথে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ চালানোর জন্য এজেন্সি এই দু’জনকেই হেফাজতে চাইবে। সূত্র অনুসারে, চিত্রা রামকৃষ্ণ ও আনন্দ সুব্রহ্মণ্যমকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তকারী আধিকারিকরা তাদের বক্তব্য একসাথে রেকর্ড করবেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাতে সুব্রামানিয়ানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিবিআই হেফাজতে পাঠানো হয়। সিবিআই তাদের সংগ্রহ করা প্রমাণগুলিকে নিশ্চিত করার চেষ্টা করবে।

রামকৃষ্ণ ও সুব্রহ্মণ্যনকে রাউজ অ্যাভিনিউ আদালতে নিয়ে যাওয়ার আগে সরকারি হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে। আরও জানা গেছে, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের জিজ্ঞাসাবাদ করার কথাও ভাবছে।

সিবিআই মে ২০১৮ সাল থেকে বিষয়টির তদন্ত করছে। যদিও চিত্রা রামকৃষ্ণ যার কাছে সমস্ত তথ্য পাঠাতেন সেই রহস্যময় হিমালয় "যোগী"কে শনাক্ত করার জন্য এখনও পর্যন্ত কোন সুনির্দিষ্ট প্রমাণ খুঁজে পায়নি।

SEBI সম্প্রতি চিত্রা রামকৃষ্ণকে ৩ কোটি টাকা জরিমানা করেছে। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত তিনি এক রহস্যময় “যোগী”র কাছে সেবি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছেন। এই বিষয়টি প্রমাণিত হবার পর তাঁর জরিমানা করা হয়।

সেবি-র এক আধিকারিক জানিয়েছেন, "সাংগঠনিক কাঠামো, ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য, আর্থিক ফলাফল, মানব সম্পদ নীতি এবং সম্পর্কিত সমস্যা, নিয়ন্ত্রকের প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কিত সমস্ত তথ্য তিনি নিয়মিত ওই যোগীর কাছে পাঠাতেন।"

১ এপ্রিল, ২০১৩-তে, রামকৃষ্ণ NSE-এর CEO এবং MD হন। একই বছর তিনি তার উপদেষ্টা হিসেবে সুব্রহ্মণ্যনকে নিয়ে আসেন। সুব্রামানিয়ানকে NSE-এর প্রধান কৌশলগত উপদেষ্টা করা হয়েছিল। তিনি ২০১৩ থেকে ২০১৫ এর মধ্যে এই পদে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে এমডির গ্রুপ অপারেশন অফিসার এবং উপদেষ্টা হওয়ার আগে শেয়ারবাজার সম্পর্কে তাঁর কোনো অভিজ্ঞতা ছিলো না।

পূর্বে বালমার এবং লরিতে মিড লেভেল ম্যানেজার হিসাবে কাজ করা এই ব্যক্তির বার্ষিক বেতন ১৫ লক্ষ টাকা থেকে ১.৬৮ কোটি টাকা এবং তারপরে ৪.২১ কোটি টাকায় পৌঁছে গেছিলো। ২০১৬ সালের অক্টোবরে সুব্রামানিয়ান এবং ২০১৬ সালের ডিসেম্বরে রামকৃষ্ণ এনএসই ছেড়ে দেন।

- with inputs from IANS

চিত্রা রামকৃষ্ণ
NSE Fraud Case: আনন্দ সুব্রাহ্মনিয়ানই কি চিত্রা রামকৃষ্ণর রহস্যময় ‘যোগীবাবা’? দানা বাঁধছে রহস্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in