নিরাপত্তা কমানো হল ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধানসভার বিরোধী দলনেতা নবীন পট্টনায়কের। এত দিন রাজ্য সরকারের দেওয়া ‘জেড ক্যাটগরি’র নিরাপত্তা পেতেন নবীন। এবার তা কমিয়ে ‘ওয়াই ক্যাটগরি’ করল ওড়িশা সরকার। এবার থেকে দু’জন কনস্টেবল থাকবে তাঁর নিরাপত্তার দায়িত্বে।
এবিষয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা সংক্রান্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতেই কমানো হয়েছে নবীন পট্টনায়কের নিরাপত্তা। ওই আধিকারিকের কথায়, সাধারণত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দু’জন নিরাপত্তাকর্মী থাকেন। এরপরে প্রয়োজন অনুসারে বাড়ানো হয় নিরাপত্তা। যেহেতু, উনি বিধানসভার বিরোধী দলনেতা, সেক্ষেত্রে ভুবনেশ্বরের বাইরে গেলে স্থানীয় থানা থেকে প্রয়োজন অনুসারে বাড়ানো হতে পারে তাঁর নিরাপত্তা।
সূত্রের খবর, ব্যক্তিগত ভাবে নবীন অবসরপ্রাপ্ত দু’জন প্রাক্তন সিনিয়র পুলিশ আধিকারিককে নিরাপত্তার কাজে নিযুক্ত করেছে। ওই দু’জনই সম্প্রতি চাকরী থেকে অবসর নিয়েছেন।
প্রসঙ্গত, ওড়িশার পাঁচ বারের মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পট্টনায়ক। চলতি বছর বিধানসভা নির্বাচনে বিজেডি সরকারকে হারিয়ে ওড়িশার মসনদে বসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী থাকাকালীন নবীনের বাসভবন ‘নবীন নিবাস’ –এ নিরাপত্তার দায়িত্বে শিফটে কর্মরত থাকতেন ২৬৮ জন পুলিশকর্মী। তবে চলতি বছর বিধানসভা নির্বাচনের পর বদলে যায় পরিস্থিতি। নবীন ও তাঁর বাড়ির নিরাপত্তা কমিয়ে আনা হয় ২৩ জনে। এবার আরও কমিয়ে আনা হল। উল্লেখ্য, নবীনের নিরাপত্তা নিয়ে গত বছর সেপ্টেম্বরে পুলিশের একটি বিশাল বাহিনী গঠন করেছিল বিজেডি সরকার।
যদিও নবীনের নিরাপত্তা কমানো নিয়ে বিশেষ কোনও মন্তব্য করেনি বিরোধী শিবিরগুলি। তবে বিজেডি নেতাদের মন্তব্য, নবীনকে কতটা নিরাপত্তা দেওয়া দরকার, তা নিয়ে সাধারণ মানুষই মতামত দিক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন