Om Birla: ফের লোকসভার স্পিকার ওম বিড়লা, শুভেচ্ছা জানাতে এসে মোদীর সাথে হাত মেলালেন রাহুল

People's Reporter: স্পিকার নির্বাচনের পর এদিন অভূতপূর্ব সৌজন্যের দৃশ্য দেখা গেছে অধিবেশন কক্ষের ভেতর। ওম বিড়লাকে অভিনন্দন জানান রাহুল। এরপর পাশেই দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রীর সাথেও হাত মেলান তিনি।
ভোটে জয়ী হয়ে ফের লোকসভার স্পিকার ওম বিড়লা
ভোটে জয়ী হয়ে ফের লোকসভার স্পিকার ওম বিড়লা
Published on

অষ্টাদশ লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন ওম বিড়লা। শাসক এনডিএ-র প্রার্থী ছিলেন তিনি। ধ্বনিভোটে বিরোধী 'ইন্ডিয়া' জোটের প্রার্থী কে সুরেশকে পরাজিত করেন তিনি।

১৯৭৬ সালের পর অর্থাৎ প্রায় ৪৮ বছর পর ভোটের মাধ্যমে লোকসভার স্পিকার নির্বাচিত হল। বুধবার সকাল ১১টা নাগাদ ভোটাভুটি শুরু হয়। তবে বিরোধীরা প্রার্থী দিলেও শেষ পর্যন্ত ভোটাভুটিতে যাননি। তাই ধ্বনিভোটে জিতে যান ওম বিড়লা। এই নিয়ে টানা দু'বার লোকসভার স্পিকার নির্বাচিত হলেন তিনি।

স্পিকার নির্বাচনের পর এদিন অভূতপূর্ব সৌজন্যের দৃশ্য দেখা গেছে অধিবেশন কক্ষের ভেতর। ওম বিড়লাকে অভিনন্দন জানাতে প্রথমে উঠে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় সাথে সাথেই উঠে আসেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ওম বিড়লার সাথে করমর্দন করে তাঁকে অভিনন্দন জানান রাহুল। এরপর পাশেই দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রীর সাথেও হাত মেলান তিনি।

প্রো-টেম স্পিকার ভর্তৃহরি মাহতাব স্পিকার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ওম বিড়লাকে জয়ী ঘোষণা করার পরই তাঁকে স্পিকারের চেয়ারের কাছে নিয়ে যাওয়ার জন্য তাঁর কাছে আসেন প্রধানমন্ত্রী মোদি। রাহুল গান্ধীও সেই সময় তাঁর কাছে পৌঁছান। স্পিকারের সাথে করমর্দন করে রাহুল বলেন, "আমি সমগ্র বিরোধী দল এবং ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাতে চাই। জনগণের কণ্ঠস্বরের চূড়ান্ত মীমাংসাকারী আপনি। সরকারের রাজনৈতিক ক্ষমতা থাকতে পারে, কিন্তু বিরোধী দলও জনগণের কণ্ঠকে প্রতিনিধিত্ব করে। আমি আশা করি আপনি আমাদের সংসদে কথা বলার অনুমতি দেবেন।"

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in