মণীশ সিসোদিয়ার নিঃশর্ত মুক্তির দাবি, মোদীকে চিঠি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের

আপ মুখপাত্র সৌরভ ভরদ্বাজ জানান, ‘দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে বিপাসনা সেলে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। তা সত্ত্বেও অপরাধীদের সঙ্গে ১ নম্বর জেলে রাখা হয়েছে তাঁকে। তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে।’
মণীশ সিসোদিয়ার নিঃশর্ত মুক্তির দাবি, মোদীকে চিঠি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের
Published on

আবগারি দুর্নীতি মামলায় এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। জেলের ভেতর তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আম আদমি পার্টি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে সিসোদিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

অন্যদিকে, মণীশ সিসোদিয়ার গ্রেফতারির বিরোধিতায় সরব হয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, ‘রাজনৈতিক কারণে আম আদমি পার্টি নেতাকে নিশানা করা হয়েছে, যাতে এই ধারণা দূর করা যায়, সেই ব্যবস্থা নিতে হবে।’

গত ২৬ ফেব্রুয়ারি, সিসোদিয়াকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর, দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত সিসোদিয়ার সিবিআই হেফাজত দেয়। এখন তিনি রয়েছেন তিহার জেলে। আপের অভিযোগ, সিসোদিয়াকে জেলের দাগি আসামীদের সঙ্গে রাখা হয়েছে।

আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভরদ্বাজ জানান, ‘দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে বিপাসনা সেলে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। তা সত্ত্বেও অপরাধীদের সঙ্গে ১ নম্বর জেলে রাখা হয়েছে সিসোদিয়াকে। তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে।’

সিসোদিয়ার প্রাণ সংশয়ের এই আশঙ্কার মাঝে, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর নিঃশর্ত মুক্তির দাবি করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মোদীকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, ‘দিল্লির নির্বাচিত উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তাতে আমি দুঃখিত এবং হতাশ হয়েছি। তাঁকে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁর উপর চাপ তৈরির জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার করা হয়েছে।’

স্টালিন লিখেছেন, ‘গত নয় বছরের বিজেপি শাসনকালে তদন্তকারী সংস্থা এবং সাংবিধানিক দফতরগুলির অবশিষ্ট যে সুনাম আছে, তা যাতে রক্ষা করা যায়, সেজন্য আমি মণীশ সিসোদিয়ার নিঃশর্ত মুক্তির নির্দেশ দেওয়ার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানাচ্ছি।’

অন্যদিকে, কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন চিঠিতে মোদীকে লিখেছেন, ‘তদন্তের প্রতিবন্ধকতা রোধ করার জন্য গ্রেপ্তার করা অপরিহার্য না হলে, এটিকে এড়ানো যেতে পারে। তবে, পাবলিক ডোমেনে প্রকাশিত তথ্য অনুসারে জানা গেছে, সিসোদিয়ার কাছ থেকে কোনও নগদ বাজেয়াপ্ত করা হয়নি, বা এই ধরনের কোনও অপরাধ হয়নি। তবুও আইনি পথে চলতে হবে। তাই সিসোদিয়াকে রাজনৈতিক কারণে টার্গেট করা হচ্ছে, এমন ধারণা দূর করা সমান গুরুত্বপূর্ণ।’

মণীশ সিসোদিয়ার নিঃশর্ত মুক্তির দাবি, মোদীকে চিঠি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের
গর্ভাবস্থাতেই শিশুকে হিন্দুত্ব-সংস্কার শেখাতে হবে: চিকিৎসকদের নিয়ে নয়া অভিযানে RSS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in