লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের ১০ টি নয়া বন্দে ভারত চালু হচ্ছে দেশজুড়ে। অর্থাৎ এখন দেশজুড়ে বন্দে ভারতের সংখ্যা ৫০ পেরিয়ে গেল। এর মধ্যে নয়া একটি বন্দে ভারত পাচ্ছে বাংলা। এদিন আমেদাবাদে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেন গুলির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বন্দে ভারতের নয়া রুটগুলি হলঃ
আমেদাবাদ- মুম্বই সেন্ট্রাল
সেকেন্দ্রাবাদা- বিশাখাপত্তনাম
মুসৌরি- চেন্নাই
পাটনা - লখনউ
নিউ জলপাইগুড়ি- পাটনা
পুরী- বিশাখাপত্তনাম
লখনউ - দেহরাদুন
কালাবুরাগি - বেঙ্গালুরু
রাঁচি- বারাণসী
মঙ্গলবার এই ১০ টি নয়া বন্দে ভারত উদ্বোধনের পাশাপাশি ৪ টি বন্দে ভারতের রুট সম্প্রসারণ করা হয়েছে। আমেদাবাদ থেকে জামনগর পর্যন্ত চলা বন্দে ভারত এক্সপ্রসকে দ্বারকা পর্যন্ত করা হয়েছে। আজমির-দিল্লি রুটকে চণ্ডীগড় পর্যন্ত বাড়ানো হয়েছে। গোরখপুর-লখনউ বন্দে ভারতকে প্রয়াগরাজ পর্যন্ত এবং তিরুঅনন্তপুরম-কাসাড়গড় বন্দে ভারত এক্সপ্রেসকে এখন থেকে চালানো হবে মেঙ্গালুরু পর্যন্ত।
এদিন বন্দে ভারত উদ্বোধন করে মোদী জানান, “আজকের দিনটি ইচ্ছাশক্তির একটি জীবন্ত প্রমাণ। দেশের যুবকরা সিদ্ধান্ত নেবে তাঁরা কী ধরনের দেশ এবং রেলপথ চাইছে৷”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন