One Nation One Election: 'এক দেশ, এক ভোট' প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়ে কমিটিকে চিঠি ইয়েচুরির

People's Reporter: ইয়েচুরি লেখেন, যেভাবে ‘এক দেশ, এক ভোট’ চাপানোর চেষ্টা হচ্ছে তাতে CPIM আপত্তি জানাচ্ছে। যখন থেকে লোকসভা ও রাজ্য বিধানসভা ভোট একসঙ্গে করার প্রস্তাব আনা হয়েছে, দল তার বিরোধিতা করেছে।
সীতারাম ইয়েচুরি
সীতারাম ইয়েচুরিফাইল ছবি - সুমিত্রা নন্দন
Published on

‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ প্রস্তাবের বিরোধিতা করলো সিপিআইএম। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এই প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-এর নেতৃত্বাধীন উচ্চস্তরীয় কমিটিকে গতকাল ৭ জানুয়ারি লেখা এক চিঠিতে একথা জানিয়েছেন। ওই চিঠিতে ইয়েচুরি বলেন, এই প্রস্তাব ‘গণতন্ত্রবিরোধী’ এবং সংবিধান অনুসারে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মৌলিক নীতিগুলিকে ‘অস্বীকার’ করে।

‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ (ONOE) শীর্ষক উচ্চস্তরীয় কমিটিকে লেখা চিঠিতে সিপিআইএম-এর অবস্থান জানিয়ে ইয়েচুরি লেখেন, যে পদ্ধতিতে দেশের মানুষের ওপর ‘এক দেশ, এক ভোট’ চাপিয়ে দেবার চেষ্টা হচ্ছে তাতে সিপিআইএম তীব্র আপত্তি জানাচ্ছে। যখন থেকে লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির ভোট একসঙ্গে করার প্রস্তাব উত্থাপিত হয়েছিল, তখন থেকেই CPI(M) তার বিরোধিতা এবং উদ্বেগ প্রকাশ করেছে।

ওই চিঠিতে আরও বলা হয়, উচ্চ পর্যায়ের কমিটির (HLC) শর্তাবলী এটি স্পষ্ট করে দিয়েছে যে একযোগে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং এটি কেবল তার বাস্তবায়নের প্রশ্ন। আপনার ১৮ অক্টোবরের চিঠিটি এটাও স্পষ্ট করে যে HLC-কে শুধুমাত্র "একযোগে নির্বাচন আয়োজনের জন্য একটি উপযুক্ত আইনি ও প্রশাসনিক কাঠামো তৈরির জন্য সুপারিশ করতে হবে..."

দলগত অবস্থান জানিয়ে ইয়েচুরি আরও জানিয়েছেন, প্রথম থেকেই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিষয়ে আপত্তি জানিয়ে এসেছে সিপিআইএম। এর আগে ২০১৮ সালের ৪ জুলাই এই বিষয়ে ল কমিশন অফ ইন্ডিয়ার কাছে এই বিষয়ে আপত্তি জানিয়েছিল সিপিআইএম। এখনও দলের সেই অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। সিপিআইএম-এর মতে এক দেশ এক ভোট-এর এই প্রস্তাব আমাদের দেশের সংবিধানের ভাবনাচিন্তার পরিপন্থী।

কমিটিকে লেখা চিঠিতে ইয়েচুরি জানিয়েছেন, ভারতীয় সংবিধান জনগণের ইচ্ছার কেন্দ্রীয়তাকে সংজ্ঞায়িত করে। প্রস্তাবনাটি "আমরা, ভারতের জনগণ" এবং "এতদ্বারা এই সংবিধানটি গ্রহণ করি, প্রণয়ন করি এবং নিজেদেরকে প্রদান করি" উল্লেখ করে এটিকে সবচেয়ে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে। জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তাদের সার্বভৌমত্ব প্রয়োগ করে যারা জনগণ এবং কার্যনির্বাহী বিভাগের কাছে দায়বদ্ধ, বা, নির্বাচনের ফলে যে সরকার দায়িত্ব গ্রহণ করে, তারা আইনসভার কাছে দায়বদ্ধ। আমাদের সংবিধানের এই দিকগুলো, আমরা বিশ্বাস করি, কোনোভাবেই অবজ্ঞা বা অবমূল্যায়ন করা যাবে না। তাছাড়াও, আমরা বিশ্বাস করি যে এই জাতীয় প্রস্তাব সহজাতভাবে গণতন্ত্র বিরোধী এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতিগুলিকে অস্বীকার করে যা আমাদের সংবিধানের একটি মৌলিক বৈশিষ্ট্য।

সীতারাম ইয়েচুরি
Ram Temple: রাজনৈতিক উদ্দেশ্যে জনগণের ধর্মীয় অনুভূতির চরম অপব্যবহার করছে বিজেপি - ইয়েচুরি
সীতারাম ইয়েচুরি
Sitaram Yechury: "জাতিদাঙ্গা রুখতে ব্যর্থ বিজেপির ডবল ইঞ্জিন সরকার" - মণিপুরে গিয়ে অভিযোগ ইয়েচুরির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in