Opposition Unity: কংগ্রেস ছাড়া বিরোধী জোট হতে পারে না - জয়রাম রমেশ

তিনি জানান, 'প্রাক-নির্বাচনী জোট এবং ভোট-পরবর্তী জোট - উভয় বিষয় নিয়েই আলোচনা করবে কংগ্রেস।' একইসঙ্গে তিনি বলেন, 'কংগ্রেস জোটের ধারণার বিরুদ্ধাচরণ করে, এই ধরনের মিথ্যা প্রচার চালানো হয়।
কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ
কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশফাইল ছবি সংগৃহীত
Published on

'কংগ্রেস ছাড়া যে কোনও জোটই ব্যর্থ। কংগ্রেস ব্যতীত বিরোধীদের কোনও জোটই সফল হতে পারে না। তাই, শুধু রাজ্য নয়, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে জোটের সম্ভাবনা নিয়ে দলের প্ল্যানিং কমিটিতে আলোচনা করা হবে।' রবিবার, সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

তিনি জানান, 'প্রাক-নির্বাচনী জোট এবং ভোট-পরবর্তী জোট - উভয় বিষয় নিয়েই আলোচনা করবে কংগ্রেস।' একইসঙ্গে তিনি বলেন, 'কংগ্রেস জোটের ধারণার বিরুদ্ধাচরণ করে, এই ধরনের মিথ্যা প্রচার চালানো হয়। মনে রাখতে হবে, আমরা কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর-পূর্বের কিছু রাজ্যে জোটে আছি।'

এদিন রমেশ বলেন, 'সমমনস্ক দলগুলিকে একসাথে নেওয়ার চেষ্টা করছে কংগ্রেস। বাজেট অধিবেশনে বিরোধীরা (কয়েকটি দল ছাড়া) যৌথভাবে আদানি নিয়ে হিন্ডেনবার্গ রিপোর্টের উপর জয়েন্ট পার্লামেন্টারি কমিটি (JPC)-র দাবি করেছে।'

গতকালই, কংগ্রেসকে উদ্দেশ্য করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, 'আমি কংগ্রেসের বন্ধুদের বলব, যাত্রা (ভারত জোড়ো যাত্রা) সাফল্য পেয়েছে ঠিক কথা, কিন্তু তারা যেন এখানেই থেমে না যান। আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন।' রবিবার, তাঁর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন জয়রাম রমেশ।    

শনিবার, পাটনায় 'সেভ ডেমোক্র্যাসি, সেভ ইন্ডিয়া'র মঞ্চে নীতীশ কুমার বলেন, 'বিহারে মহাজোট সরকার গঠনের পরেই আমি রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সাথে দেখা করেছি। এখন আমি বিরোধী ঐক্যের বিষয়ে কংগ্রেসের সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছি।'

তিনি বলেন, 'যদি কংগ্রেস বিরোধী ঐক্যের নেতৃত্ব দেয় এবং আমার পরামর্শ গ্রহণ করে, তাহলে লোকসভা নির্বাচনে বিজেপি ১০০ আসনের নিচে পাবে। আমরা বিহারে বিরোধী ঐক্যের জন্য কাজ করছি।'

নীতীশ কুমার বলেন, 'যখন আমি NDA থেকে বেরিয়ে আসি, প্রতিটি বিরোধী দল আমাকে স্বাগত জানায়। যদি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রতিটি বিরোধী দল একত্রিত হয়, তাহলে বিজেপি হোয়াইটওয়াশের মুখোমুখি হবে। দেশকে নেতৃত্ব দেওয়ার কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই আমার। আমি শুধু পরিবর্তন চাই। বিরোধী দলগুলি যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।'

কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ
দেশের 'সবচেয়ে বড় কর্পোরেট কেলেঙ্কারি'র কথা প্রকাশ করেছে হিন্ডেনবার্গ রিপোর্ট: অরুন্ধতী রায়
কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ
বিরোধীরা একজোট হলে লোকসভা ভোটে BJP ১০০ আসনও পাবে না: নীতিশ কুমার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in