নতুন সংসদ ভবনের উদ্বোধনে 'ব্রাত্য' রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মোদী সরকারকে তীব্র নিশানা বিরোধীদের

খাড়গে লিখেছেন, 'দলিত, আদিবাসীকে রাষ্ট্রপতি করা যে বিজেপি ও আরএসএসের নির্বাচনী চমক তা এখন আর কারও বুঝতে বাকি নেই। রাষ্ট্রপতি পদের মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বর্তমান শাসক দল।'
নতুন সংসদ ভবনের উদ্বোধনে 'ব্রাত্য' রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মোদী সরকারকে তীব্র নিশানা বিরোধীদের
Published on

একদিকে, নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য মহত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু বা আম্বেদকরকে বাদ দিয়ে সাভারকরের জন্মদিন (২৮ মে)-কে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, এই নতুন সংসদ ভবন উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। যা নিয়ে মোদী সরকারকে লাগাতার বিঁধেছে বিরোধীরা।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইটারে লিখেছেন, ‘সংসদ অর্থাৎ আইনসভার শীর্ষে আছেন রাষ্ট্রপতি। তিনি সংবিধানের রক্ষক। তিনি সংসদের যৌথ অধিবেশনের উদ্বোধন করেন। অথচ, নতুন সংসদ ভবনের উদ্বোধনে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।’

নতুন সংসদ ভবনের শিলান্যাসের সময় রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। সে সময়ও তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী মোদী নিজেই। এবারও বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়ে সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন তিনি বলে সূত্রের খবর।

কিন্তু, সংবিধানের নিয়ম অনুযায়ী, সংসদ ভবন উদ্বোধন করার কথা রাষ্ট্রপতির। সেকথা তুলে ধরে খাড়গে লিখেছেন, 'দলিত, আদিবাসীকে রাষ্ট্রপতি করা যে বিজেপি ও আরএসএসের নির্বাচনী চমক তা এখন আর কারও বুঝতে বাকি নেই। রাষ্ট্রপতি পদের মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বর্তমান শাসক দল।'

একইসঙ্গে, সংসদ ভবন উদ্বোধনের তারিখ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। ২৮ মে হল সাভারকারের জন্মবার্ষিকী, যিনি হিন্দুত্ববাদের প্রবক্তা এবং বিজেপির আইকন। তা নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘বেপরোয়া ভাবে সংবিধানের প্রণেতা ভীমরাও আম্বেদকরকে অস্বীকার করা হচ্ছে। এটি দেশের প্রতিষ্ঠাতা পুরুষ হিসাবে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বল্লভভাই পটেল, সুভাষচন্দ্র বসুদের চরম অপমান।'

এই উদ্বোধন নিয়ে সরকারকে নিন্দা করেছে অন্যান্য বিরোধী দলগুলিও। সিপিআই-এর ডি রাজা বলেন, 'আসলে প্রচারের আলো পুরোটা শুষে নিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকারণে ব্রাত্য করে রাখা হচ্ছে রাষ্ট্রপতিকেও।'

AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি টুইটারে লিখেছেন, 'তিনি (প্রধানমন্ত্রী মোদী) কার্যনির্বাহী বিভাগের প্রধান, আইনসভার প্রধান নয়। আমাদের ক্ষমতা পৃথকীকরণ রয়েছে এবং মাননীয় লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান (এটি) উদ্বোধন করতে পারতেন। এটি জনগণের অর্থ দিয়ে তৈরি হয়েছে। তাহলে, প্রধানমন্ত্রী কেন এমন আচরণ করছেন যে, তাঁর 'বন্ধুরা' নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে এটি তৈরি করেছে?

নতুন সংসদ ভবনের উদ্বোধনে 'ব্রাত্য' রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মোদী সরকারকে তীব্র নিশানা বিরোধীদের
বিনামূল্যে টিকা দিন, সেন্ট্রাল ভিস্তা বন্ধ করে অক্সিজেন কিনুন - ৯ দফা দাবিতে বিরোধীদের চিঠি মোদীকে
নতুন সংসদ ভবনের উদ্বোধনে 'ব্রাত্য' রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মোদী সরকারকে তীব্র নিশানা বিরোধীদের
Odisha: 'অজানা উৎস' থেকে বিশাল অঙ্কের অনুদান! বিরোধীদের নিশানায় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in